প্রোটিয়াদের অল্প রানে আটকেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ
শামার জোসেফ আর জেডন সিলসের তোপে দক্ষিণ আফ্রিকাকে দুইশোর কাছেই যেতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রতিপক্ষকে অল্প রানে আটকে নিজেরাও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। ভিয়ান মুল্ডার, নাদ্রে বার্গারদের তোপে একশো তুলতেই ইনিংস শেষের দিকে তাদেরও।
গায়ানায় ১৩ বছর পর হওয়া টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। দক্ষিণ আফ্রিকা ১৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ৭ উইকেটে ৯৭ রান তুলে দিন পার করেছে স্বাগতিক দল। জেসন হোল্ডার ৩৩ ও গুডাকেশ মোটি ১১ রান নিয়ে ব্যাট করছেন।
টস জিতে ব্যাটিং বেছে বিপদে পড়ে প্রোটিয়ারা। জোসেফ-সিলসের তোপে ২০ রানেই পড়ে যায় ৩ উইকেট। ট্রিস্টিয়ান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম মিলে প্রতিরোধ গড়লেও থিতু হয়ে তারাও বিদায় নেন। এক পর্যায়ে ৯৩ রানে ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পরে ড্যান পিটড (৩৮) ও বার্গার (২৩) বলে দলকে পার করার দেড়শোর ঘর।
প্রতিপক্ষকে অল্প রানে আটকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারানো শুরু ওয়েস্ট ইন্ডিজের। ৪৭ রানের ভেতর তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেসি কার্টি (২৬) ছাড়া দাঁড়াতে পারেননি কেউ।
Comments