বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

শরিফুলের স্বপ্নের উইকেট বাবর

Shoriful Islam

ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই ভীষণ শক্তিশালী পাকিস্তান দল। বাংলাদেশের বিপক্ষে তো বটেই। টেস্টে পাকিস্তানের বোলিং আক্রমণের পাশাপাশি মূল তফাৎ গড়ে দেয় তাদের ব্যাটিং। বাবর আজম, শান মাসুদদের মতন পারফর্মার আছেন তাদের দলে। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের প্রতিপক্ষ নিয়ে সেই ধারণা আছে। তিনি তাই এবার পাকিস্তানের বিপক্ষে সাফল্য পেতে বাবরকে দ্রুত আউট করার পরিকল্পনা নিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে এখনো পর্যন্ত তিন টেস্ট খেলেছেন বাবর। তাতে ৮০.৬৬ গড়ে ২৪২ রান তার। সেঞ্চুরি করেছেন একটি। বোঝাই যাচ্ছে বাবর বাংলাদেশকে দেন কঠিন চ্যালেঞ্জ।

এবার বাবরকে বেশি রান করতে দিতে চান না শরিফুল। পাকিস্তানে অন্যতম সেরা ব্যাটারকে নিজের স্বপ্নের উইকেটের তালিকায় রাখলেন তিনি,  'বাবর আমাদের বিপক্ষে ভালো খেলে। তাকে দ্রুত আউট করতে হবে। বাবর আজম আমার স্বপ্নের উইকেট, তাকে আউট করতে পারলে ভীষণ খুশি হবো। তার সঙ্গে গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছি। সে ভালো মানুষও।'

বাবর ছাড়াও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ানরা আছেন ব্যাটিং লাইনআপে। শরিফুল আশাবাদী তাদের বোলিং ইউনিট দিয়ে এই ব্যাটিং লাইনআপ টলাতে পারবেন, 'তারা বিশ্বমানের ব্যাটার। আমাদেরও খুব ভালো বোলিং ইউনিট আছে। আমাদের জন্য কঠিন হবে, তাদের ঘরের মাঠ। আমাদেরকে মানিয়ে নিতে হবে। লড়াই করতে হবে।'

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে এবার একটু আগেভাগেই সেখানে গিয়েছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করছেন তারা। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের উইকেটে থাকতে পারে ঘাসের প্রভাব। তাতে পেস বোলারদের চাঙ্গা হওয়ার রসদ অনেক। শুক্রবার অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে শরিফুল জানালেন ঘাসের উইকেট পাওয়ার প্রত্যাশার কথা,  'আমি এখনো পিন্ডির উইকেট দেখিনি। শুনেছি ঘাস রাখা হচ্ছে। আমরা কিছু ঘাস আশা করি। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।' 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago