'আইসিসির লোকেরা বাবর আজমের শত্রু'
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থানের পরিবর্তন হলেও হয়নি শীর্ষস্থানে। অনেক দিন থেকেই এই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাবর আজম। আর এটা আইসিসি বাবরের সঙ্গে শত্রুতা করেই করছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। পারফর্ম নয় বাবরকে এক নম্বর হওয়ার আত্মতুষ্টিতে ভোগাতেই আইসিসি এমনটা করে বলে দাবি তার।
বর্তমান র্যাঙ্কিংয়ে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক। তার পরেই রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যার রেটিং পয়েন্ট ৭৬৫। এরপর ভারতীয় দুই খেলোয়াড় শুভমান গিল এবং বিরাট কোহলি যথাক্রমে ৭৬৩ ও ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন।
এই র্যাঙ্কিং সিস্টেম নিয়ে সংশয় প্রকাশ করে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, 'যখন আমি আইসিসি র্যাঙ্কিং দেখছিলাম, বাবর আজম শীর্ষে ছিল, দুই নম্বরে রোহিত শর্মা, তিন নম্বরে শুভমান গিল এবং চতুর্থ নম্বরে বিরাট কোহলি। এরপর আমি পড়ার প্রয়োজন মনে করিনি কারণ সেখানে ট্রাভিস হেড এবং রাচিন রবিন্দ্রের নাম দেখিনি।'
বাবর আজমের সঙ্গে সেরা তিনে শুভমান গিলকে দেখেও র্যাঙ্কিংয়ের মান নিয়ে প্রশ্ন করেন বাসিত, 'আমার মনে হয় আইসিসি চায় বাবর পারফর্ম না করুক। সে যেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেই সন্তুষ্ট থাকে। এই র্যাঙ্কিং কারা দেয়? কিসের ভিত্তিতে সেখানে বাবর আজম আর শুভমান গিল?'
শুধু আইসিসির সমালোচনায় পিছপা হননি বাসিত, বাবর আজমের সাম্প্রতিক পারফরম্যান্সও তুলে ধরেন। যার সব শেষ ওয়ানডে ম্যাচ ছিল বিশ্বকাপে, যেখানে এক প্রকার ব্যর্থ হয়েছেন বাবর। অন্যদিকে রচিন রবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলির মতো অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন।
'বাবরের শেষ ওয়ানডে ছিল গত বছরের বিশ্বকাপে। আমরা বিশ্বকাপে রাচিন রবিন্দ্র, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলিদের খেলা দেখেছি। তারা টুর্নামেন্টে তিন-চারটি সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান করেছে। আর ফখর জামান একটিও সেঞ্চুরি করে এশিয়া কাপে নেপালের বিপক্ষে,' যুক্তি দিয়ে বলেন এই সাবেক ক্রিকেটার।
আইসিসি বাবরের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে বলে বিস্ময়কর এক দাবি করে বলেন, 'আইসিসির লোকেরা বাবর আজমের শত্রু। আপনি যদি বাবরকে বর্তমান সময়ে এক নম্বর কে জিজ্ঞেস করেন, তাহলে সেও ট্র্যাভিস হেড বা বিরাট কোহলিকে বেছে নিবে। এমনকি সেও বলত না যে সে এক নম্বর।'
Comments