মুশফিক-মুমিনুলদের প্রস্তুতি ঘাটতির অস্বস্তি
দেশের সবচেয়ে অভিজ্ঞ দুই টেস্ট ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে যুক্ত করা হয়েছিলো 'এ' দলে। আগেভাগে পাঠানো হয়েছিলো পাকিস্তানে। তাদের সঙ্গে ছিলেন টেস্ট দলের নিয়মিত আরও কজন। তবে 'এ' দলের হয়ে যে উদ্দেশ্যে তাদের নামানো হয়েছে সেটা পূরণ হয়নি। কাজেই অনেকটা প্রস্তুতি ঘাটতির অস্বস্তি নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবেন তারা।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের প্রথম চার দিনের ম্যাচের অনেকটা বৃষ্টির কবলে পড়ে। তবে যেটুকু খেলা হয়েছে তাতে ব্যাট করার পর্যাপ্ত সময় ছিলো, সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ 'এ' দল।
প্রথমে ব্যাট করতে নেমে স্রেফ ১২২ রানে অলআউট হন এনামুল হক বিজয়ের নেতৃত্বে খেলা দল। মাহমুদুল হাসান জয় (৬৫) ছাড়া রান পাননি কেউ। মুমিনুল করেন ১৫ বলে ১১। মুশফিক ২৭ বলে আউট হন ১৪ রান করে। কোন রান পাননি টেস্ট দলের ওপেনার জাকির হাসান।
বাংলাদেশের দলটি যেখানে ভুগেছে পাকিস্তান শাহিনস সেখানে ৪ উইকেটেই তুলে ৩৬৭ রান। বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্টের উপর তারা যখন ইনিংস ছেড়ে দেয় তখন শেষ দিনের খেলা বাকি।
শেষ দিনে প্রায় ৪০ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ 'এ'। কিন্তু জুতসই রান মেলেনি ব্যাটারদের কাছ থেকে। জাকির এবার করেন ৩৩ রান। মুমিনুল হন ব্যর্থ, আউট হন ৮ রান করে। মুশফিক আর ব্যাট করতেই নামেননি।
মুমিনুল কেবল টেস্ট খেলেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় একই অবস্থা মুশফিকের। তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল মার্চে। লম্বা সময় খেলার বাইরে থাকায় এই দুই ব্যাটারকে 'এ' দলে যুক্ত করে ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল বিসিবি। ম্যাচ তারা খেললেনও তবে প্রস্তুতি হলো না একদম।
এই ম্যাচ খেলেই রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হচ্ছেন মুশফিক-মুমিনুল-জাকিররা। তবে মাহমুদুল হাসান জয়কে নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। তিনি চোট পেয়েছেন বলে খবর। আগামী ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। তার আগে নেট অনুশীলনে নিজেদের প্রস্তুতির সুযোগ মিলবে মুশফিকদের।
Comments