পাকিস্তানের উইকেটে ব্যাটাররা ছন্দে ফিরবেন, বিশ্বাস হাথুরুসিংহের

কোন সংস্করণেই ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা৷ টেস্টের অবস্থা আরও খারাপ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও দেখা গেছে তাদের নাজুক পারফরম্যান্স।
Najmul Hossain Shanto & Chandika Hathurusingha
ছবি: ফিরোজ আহমেদ

কোন সংস্করণেই ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা৷ টেস্টের অবস্থা আরও খারাপ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও দেখা গেছে তাদের নাজুক পারফরম্যান্স। তবে এই সংকট এবার কেটে যাওয়ার আশা দেখছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় ব্যাটারদের কাছ থেকে বড় রানের আশায় তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংস খেলে মাত্র একবার দুইশো পেরুতে পারে বাংলাদেশ। এর আগেও ছিলো একই পরিস্থিতি।

ম্যাচের অবস্থা বুঝে খেলা,  চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখানোর ঘাটতি দেখা গেছে প্রকট।

হাথুরুসিংহেও স্বীকার করেন দলের ব্যাটিংয়ের হাল৷ তবে তিনি পাকিস্তানের উইকেট বলেই ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন, 'বেশ কিছু দিন ধরে ব্যাটিং একটা উদ্বেগের জায়গা৷ আমরা ঘরের মাঠে ফল নির্ভর পিচে খেলেছি। কখনো সেখানে ২৫০ জেতার মতন স্কোর ছিলো। যখন আপনি এই ধরণের পিচে খেলবেন তখন ব্যাটিং কঠিন হবে।'

'পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। ব্যাট ও বলের ভালো লড়াই হবে। আমরা এরকম পিচে ভালো ফল আশা করি।'

চোখের সমস্যার কারণে ভুগতে থাকা দলের অন্যতম সেরা তারকা সাকিবের ব্যাটিং নিয়ে ছিলো আলাদা চিন্তা। কোচ জানালেন সংকট পার করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার, 'সে ভালো ব্যাট করছে আসলে৷ তার চোখের কিছু পরীক্ষা হয়েছে৷ সে বলেছে এসব তাকে সমস্যা সমাধানে সাহায্য করছে।'

 

রাওয়ালপিন্ডি টেস্টে কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বাংলাদেশের কোচ জানান তাদের জন্য আসতে যাচ্ছে কেমন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের উত্তরও তাদের দলের আছে বলে জানান তিনি, 'পিন্ডির উইকেট পেস বোলিং ও ব্যাটিংয়ের জন্য সহায়ক।  তারাও কোন স্পিনার রাখেনি।'

'আমরা বিগত দিতে বেশ কিছু পেস বোলার তৈরি করেছি। কন্ডিশন যদি সহায়ক হয় তারাও ভালো করবে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ বিশ্ব মানের অলরাউন্ডার৷ তারা যেমন চ্যালেঞ্জই দিবে তা সামাল দেওয়ার সব রকম অস্ত্র আমাদের আছে৷'

 

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

17m ago