বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২৪

প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার।
Shoriful Islam

সোমবারই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান।  অবশ্য তাদের স্কোয়াডে কোন স্পিনার না থাকায় একাদশ কেমন হতে পারে তা অনুমিত ছিলো। চার পেসার  নিয়ে নামা পাকিস্তানের বিপক্ষে স্পিনারবিহীন নামার অবস্থায় নেই বাংলাদেশ।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার। পেস বান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। মূলত এই দুজনের ব্যাটিং সামর্থ্য বেশি বিবেচনায় নেবে দল।

ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে এই টেস্টে আগেই ছিটকে গেছেন। তার বদলে একাদশে ফিরবেন সাদমান ইসলাম। জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসকে নিয়ে প্রশ্ন নেই। তারা থাকবেন মিডল অর্ডারে। তবে জয় না থাকায় ব্যাটিং অর্ডারে প্রথম ছয় ব্যাটারের চারজন বাঁহাতি হওয়া ভোগাতে পারে দলকে।

স্কোয়াডে থাকা পাঁচ পেসারের মধ্যে তাসকিন আহমেদ প্রথম টেস্ট খেলতে পারবেন না ফিটনেসের কারণে। বাকি চারজন থেকে বেছে নেওয়া হবে তিনজন। শরিফুল ইসলাম দেবেন পেস আক্রমণের নেতৃত্ব।  তার সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে।

উইকেট পেস বান্ধব হওয়ায় একাদশে তাইজুল ইসলামের ঠাঁই পাওয়া কঠিন। তাকে খেলাতে হলে কোন পেসার নয়, বাদ দিতে হবে মিরাজকে। তবে ব্যাটিং সামর্থ্যে তাইজুলের চেয়ে এগিয়ে মিরাজ।

বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ:  শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

23m ago