বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলো মেয়েদের টি-টোয়েন্টি বিশকাপ

বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার গুঞ্জন ছিল চড়া। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে না বাংলাদেশে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এদিন আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে বাংলাদেশ থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে সংস্থাটি। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার পর ২০ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ। দুবাই এবং শারজাহতে মঞ্চস্থ হবে আসরটি।

তবে গত কিছু দিনে দেশের পরিস্থিতি অনেকটাই ঠিক হয়ে আশায় বাংলাদেশেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার আশা প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হলো এই আসর।

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, 'বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করাটা লজ্জাজনক কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় অনুষ্ঠান মঞ্চস্থ করত।'

'বাংলাদেশে ইভেন্টটি আয়োজনের চেষ্টা এবং সক্ষম করার জন্য সমস্ত উপায় খুঁজে করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তবে অংশগ্রহণকারী কয়েকটি দলের সরকারের ভ্রমণ পরামর্শদাতাদের মতে এটা সম্ভব ছিল না। তবে, তারা (বাংলাদেশ) হোস্টিং অধিকার বজায় রাখবে। আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি আইসিসি গ্লোবাল ইভেন্ট নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।'

এদিকে আরব আমিরাতের আগে ভারতকে এই আসর আয়োজনের প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে তারা রাজী হয়নি। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতকে বেছে নেয় সংস্থাটি।

Comments

The Daily Star  | English
Bangladesh-India border killings

Border killings a barrier to good ties with India: foreign adviser

Foreign Adviser Md Touhid Hossain today said border killings by the Indian Border Security Force (BSF) remain an obstacle to fostering better relations between Bangladesh and India

50m ago