টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে আগের রাত ও ভোরের বৃষ্টির কারণে সকালে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস। তবে শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হয়েছে। তাতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ আগে ব্যাটিং করবে পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা থেকে ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিলো। কিন্তু মাঠ ভেজা থাকায় অপেক্ষা বাড়ে ম্যাচ শুরুর। মাঠকর্মীরা মাঠ খেলার উপযুক্ত করার চেষ্টা চালান। কয়েক দফা বিফল পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়েছেন আম্পায়াররা।
নতুন করে বৃষ্টি বাগড়া না দিলে কিংবা আলোকস্বল্পতার জনিত কোনো সমস্যা না হলে বাকি সময়ে এদিন ৪৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। চা-বিরতি হবে ৫টা ২০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর ফের খেলা শুরু হওয়ার কথা রয়েছে ৫টা ৪০ মিনিটে। দিনের খেলা শেষ হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৭টায়। অর্থাৎ আগের নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা বাড়তি সময় গড়াতে পারে এদিনের খেলা।
আগের দিনই চার পেসার ও এক ব্যাটিং অলরাউন্ডার নিয়ে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। টাইগারদের একাদশে অবশ্য পেসার রয়েছেন তিনজন -শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।। এছাড়া দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি।
Comments