প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করেছে পাকিস্তান
দিনের শুরুটা দারুণভাবেই করেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই পাকিস্তানের তিন উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে এক রাশ হতাশা উপহার দেন সাইম আইয়ুব ও সাউদ শাকিল। তবে শেষ দিকে এই জুটি ভাঙতে পারলেও বড় পুঁজির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
বুধবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।
আগের রাতের ও ভোরের বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডের জন্য এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। নির্ধারিত সময়ে হয়নি টসও। প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে খেলা শুরু হয়। সারাদিনে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।
টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশ শুরুটা ভালো করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ১৬ রানে তিন উইকেট হারানোর পর শাকিলকে দলের হাল ধরেন সাইম। প্রাথমিক চাপ সামলে চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
শেষ সেশনের পানি বিরতির পর বল হাতে নিয়ে প্রথম বলেই ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন হাসান মাহমুদ। তার ফুল লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন সাইম। অবশ্য দারুণ ক্যাচ লুফে নেন মেহেদী হাসান মিরাজ। তবে এর আগে ৯৮ বলে ৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
এরপর শাকিলের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন এ দুই ব্যাটার। ৯২ বলে ৭ রান নিয়ে ব্যাট করছেন শাকিল। আরেক অপরাজিত ব্যাটার রিজওয়ান ৩১ বলে ২৪ রান নিয়ে উইকেটে আছেন।
এর আগে দিনের শুরুতে আবদুল্লাহ শফিককে বিদায় করে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন হাসান। যদিও এই উইকেটে কৃতিত্বটা বেশি দিতে হবে জাকির হাসানকে। অফস্টাম্পের বাইরে হাসানের ফুল লেংথ ডেলিভারি শফিকের ব্যাটের কানায় লেগে চলে যায় পঞ্চম স্লিপের কাছাকাছি। চতুর্থ স্লিপ থেকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত দক্ষতায় সে ক্যাচ লুফে নেন জাকির। ২ রান করেন শফিক।
সপ্তম ওভারে নিজের প্রথম উইকেট তুলে নেন শরিফুল। তার ভেতরে ঢোকা ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন মাসুদ। বল ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে গেলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা। তবে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় কানা ছুঁয়ে গেছে বল। ১১ বলে ৬ রান করেন পাক অধিনায়ক।
পরের ওভারে ফিরে বাবর আজমকে ফেরান শরিফুল। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি অন সাইডে খেলতে গেলে বাবরের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। খালি হাতে বিদায় নেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটার।
Comments