‘মাঝে মাঝে উইকেট নেওয়া কঠিন, মাঝে মাঝে সহজ’

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতন কেটেছে বাংলাদেশের। ভেজা মাঠে প্রথম দেড় সেশন ভেস্তে যাওয়ার পর যেটুকু খেলা হয়েছে তাতে বাংলাদেশের প্রাধান্য স্পষ্ট।
Hasan Mahmud

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতন কেটেছে বাংলাদেশের। ভেজা মাঠে প্রথম দেড় সেশন ভেস্তে যাওয়ার পর যেটুকু খেলা হয়েছে তাতে বাংলাদেশের প্রাধান্য স্পষ্ট। বাংলাদেশকে দারুণ দিন এনে দিতে ভূমিকা রাখেন হাসান মাহমুদ। দিনের খেলা শেষে নিজের বোলিং ও ম্যাচের অবস্থা নিয়ে কথা বলেন ডানহাতি পেসার।

বুধবার প্রথম দিন শেষে ৪১ ওভারে পাকিস্তান ৪ উইকেটে তুলেছে ১৫৮ রান। ১৬ রানেই অবশ্য তিন উইকেট হারিয়েছিলো তারা। পরে সাইম আইয়ুবের ৫৬ ও সাউদ শাকিলের অপরাজিত ৫৭ রানে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

৩০ রানে ২ উইকেট নিয়ে দিনের সফল বোলার শরিফুল ইসলাম। হাসানও কাছাকাছি। ৩৩ রান দিয়ে নেন  উইকেট।

হাসান মূলত সাদা বলের নিয়মিত বোলার। টেস্ট খেলেছেন এর আগে একটি। লাল বলে অনভিজ্ঞতা থাকলেও মাঠের পারফরম্যান্সে সেটা ফুটে উঠেনি। বরং উইকেটের পরিস্থিতি বুঝে পরিকল্পনা করে প্রতিপক্ষকে আটকে রেখেছেন তিনি, 'মাঝে মাঝে উইকেট নেওয়া কঠিন, মাঝে মাঝে সহজ। আমি দেখেছি উইকেট খুব সবুজ। মনে করেছি পেস ও বাউন্স থাকবে। বৃষ্টির পর উইকেট কিছুটা আঠালো ও মন্থর হয়ে যায়। এরপর আমরা ওদের এক সাইড আঁটসাঁট রেখে নিখুঁত লেন্থে বল করা শুরু করলাম।'

'রোদ হলে উইকেট শক্ত হবে। পেস ও বাউন্স পাওয়া যেতে পারে।'

ম্যাচের এই অবস্থায় দ্রুত আর দুই উইকেট ফেলতে পারলেই খুলে যাবে পাকিস্তানের লেজ। তখন তাদের চেপে ধরে গুটিয়ে দেওয়ার সুযোগ থাকবে। হাসান জানান প্রতিপক্ষকে দুইশোর আশেপাশে আটকে রাখতে পারলে দারুণ অবস্থান থাকবে তাদের, 'ভাবিনি (পাকিস্তানকে কতরানে আটকাতে চান)। আমরা চেষ্টা করব তাদের যত দ্রুত আউট করা যায়। আমরা কাল (আজ) নতুন পরিকল্পনা নিয়ে আসব ও ভালো জায়গায় বল করে ওদেরকে দুইশোর আশেপাশে আটকে রাখতে চাইব।'

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

39m ago