হোপ-পুরানের ঝড়ো ফিফটিতে জিতল ওয়েস্ট ইন্ডিজ
শুরুতে বিপর্যয়ে পড়া দলকে দারুণভাবে টানলেন ট্রিস্টিটান স্টাবস। তার সঙ্গে মিলে প্যাট্রিক কুগের রাখলেন ভূমিকা। এই দুজনের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং পুঁজিই পেয়েছিল। তবে আলিক আথানজে, শেই হোপ আর নিকোলাস পুরানের আগ্রাসী ব্যাটে সহজেই সেই চ্যালেঞ্জ টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার রাত্র ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাটিং পেয়ে স্টাবসের ৪২ বলে ৭৬ রানে ভর করে ১৭৪ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিক দল। ওপেনার আথানজে ৩০ বলে ৪০ করার পর হোপ ৩৬ বলে ৫১ আর মাত্র ২৬ বলের উপস্থিতিতে ৬৫ রানের তাণ্ডব তুলেন পুরান।
১৭৫ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। আথানজে-হোপ মিলে অনায়াসে রান বের করতে থাকেন। ৮ম ওভারে গিয়ে ৪০ করে থামেন আথানজে। ততক্ষণে ওভারপ্রতি দশের উপর রান এনে স্কোরবোর্ড ৮৪। হোপ চালিয়ে যেতে থাকেন। আগ্রাসী ফিফটির পর ওটানিল বার্টম্যানের শিকার হন তিনি। ততক্ষণে ম্যাচ অনেকটা মুঠোয় স্বাগতিকদের। আরেক প্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেছেন পুরান। অধিনায়ক রভম্যান পাওয়েল এসে দ্রুত ফিরি গেলেও পুরান আর থামেননি। ২ চারের সঙ্গে মেরেছেন ৭ ছক্কা। অনেকটা তুড়ি মেরে ম্যাচ শেষ করে দেন এই বাঁহাতি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাথু ফোর্ডের জোড়া আঘাতে পড়ে প্রোটিয়ারা। তার সঙ্গে মিলে শামার জোসেফও উইকেট নেওয়া শুরু করলে ৩৩ রানে পড়ে যায় ৪ উইকেট। আকিল হোসেন সেটা ৪২ রানে ৫ উইকেটে পরিণত করেন। এরপরই ছবি বদলে দেন স্টাবস। কুগেরকে নিয়ে গড়েন ৭১ রানের জুটি। কুগেরও করেন ৩২ বলে ৪৪। এই দুজনের ব্যাটে মনে হচ্ছিল জেতার মতন পরিস্থিতি তৈরি করতে পেরেছে সফরকারীরা। তবে রান তাড়ায় ক্যারিবিয়ানরা বুঝিয়ে দেয় পুঁজিটা ছিলো না যথেষ্ট।
Comments