সাকিবের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

সুষ্ঠু তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী
Shakib Al Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ/স্টার

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন সাকিব আল হাসান। এরমধ্যেই দেশে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে এই ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

রাওয়ালপিন্ডিতে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এখনও রয়েছে পুরো একদিন। তাই ম্যাচের মাঝে সাকিবকে ফিরিয়ে আনার কোনো ভাবনা নেই বিসিবির। ম্যাচ শেষ হলে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকে শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেন, 'আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।'

আগামীকাল রোববার আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানাবেন জানিয়ে ফারুক আরও বলেন, 'এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।'

'এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছু এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো,' যোগ করেন ফারুক।

তবে আপাতত ম্যাচের মাঝে সাকিবের খেলায় কোনো সমস্যা নেই বলেও জানান বিসিবির নবনির্বাচিত সভাপতি, 'এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না।'

Comments

The Daily Star  | English

The morale issues of Bangladesh Police

There is no denying that for a long time, the police have been used as a tool of repression in the subcontinent

3h ago