দারুণ বোলিংয়ে পাকিস্তানকে প্রবল চাপে রেখেছে বাংলাদেশ
ব্যাটারদের পর জ্বলে উঠেছেন বাংলাদেশের বাংলাদেশের বোলাররাও। বড় লিড নেওয়ার পর টানা উইকেট তুলে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে দিয়েছেন তারা।
রাওয়ালপিন্ডিতে তিন বোলারের নৈপুণ্যে ৬৭ রানে পাকিস্তানের ৪ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। রোববার পঞ্চম দিনের শুরুতে শান মাসুদকে কট বিহাইন্ড করেন হাসান। তার বলে আউটসাইড এজড হয়েও জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিপার লিটন দাস নিশ্চিত থাকায় রিভিউ নেয় সফরকারীরা, সফলতাও আসে তাতে। বাবর আজমকে প্রথম বলেই আউট করার সুযোগ ছিলো। শরিফুল ইসলামের বলে তিনি ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। লিটন ডান দিকে ঝাঁপিয়েও সেটা ধরতে পারেননি।
জীবন পেয়ে ২২ রান যোগ করেন সাবেক পাকিস্তান অধিনায়ক। পরে নাহিদ রানার বলে প্লেইড অন হয়ে ফেরেন তিনি। অভিজ্ঞ সাকিব বল করতে এসে সাফল্য আনতে দেরি করেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাউদ শাকিলকে কাবু করেন তিনি। ক্রিজ থেকে বেরিয়ে যাওয়া শাকিল সাকিবের বলে পরাস্ত হন, দারুণ ক্ষিপ্রতায় বল ধরেই স্টাম্প ভেঙে দেন লিটন। বাংলাদেশ থেকে এখনো পিছিয়ে পাকিস্তান।
Comments