আব্বাস আফ্রিদির তোপে হারল তাওহিদ-জাকেররা
এক ঝাঁক জাতীয় দলের খেলোয়াড় নিয়ে এবার পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ 'এ' দল। তবে চার দিনের সিরিজের ব্যর্থতার পর ওয়ানডে সিরিজেও অব্যাহত রয়েছে টাইগার ব্যাটারদের ব্যর্থতা। প্রথম ওয়ানডেতে আব্বাস আফ্রিদির তোপে বড় ব্যবধানেই হেরেছে তাওহিদ হৃদয়ের দল।
সোমবার ইসলামাবাদে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান শাহিনস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ১৮৩ রান করে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৩৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আব্বাস আফ্রিদির তোপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩০ রানেই ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। এরপর অধিনায়ক তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন সাইফ হাসান। তবে এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
স্কোরবোর্ডে মাত্র ৩২ রান যোগ করতেই ৫টি উইকেট হারায় বাংলাদেশ। ১৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক তাওহিদ। ৫ রান জাকের আলীর। জাতীয় দলের আরেক তারকা শেখ মেহেদী হাসান করেছেন ১২ রান। তবে শেষ দিকে রিশাদ হাসানের ব্যাটে দুইশর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ১৭ রান দূরে শেষ হয় তাদের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন সাইফ। ৬৮ বলে ১০টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৩৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন রিশাদ।
পাকিস্তানের জয়ের ভিতটা মূলত গড়ে দেন পেসার আব্বাস আফ্রিদিই। বাংলাদেশের টপ অর্ডার একাই ধসিয়ে দেন তিনি। লোয়ার মিডল অর্ডারেও তোপ দাগান। ৯ ওভার বল করে ৩৮ রানের খরচায় একাই নেন ৫টি উইকেট। এছাড়া জাহানদাদ খান ও মেহরিন মুমতাজ নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৩ রানে ওপেনার আব্দুল ফাসেহকে হারালেও আরেক ওপেনার হাসিবুল্লাহকে নিয়ে উসমান খানের ১২৯ রানের জুটিতে জয় পেতে কোনো বেগ পায়নি পাকিস্তান। উসমান আউট হলেও বাকি কাজ ওমর বিন ইউসুফকে নিয়ে শেষ করেন হাসিবুল্লাহ।
Comments