ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে ফিরলেন মুশফিক

ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় লিড পায় টাইগাররা। সেই লিডেই বাজীমাত করে দলটি। আর সেই পুরস্কারটা পেয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন তিনি।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছেন মুশফিক। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও এই অবস্থানে উঠেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট পেয়েছেন এবারই।

পাকিস্তানের বিপক্ষে সেই জয়ে প্রথম ইনিংসে ১৯১ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাটিংয়েই নামতে হয়নি। ৩৪১ বলের সেই ধৈর্যশীল ইনিংসটি সাজাতে ২২টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন এই ব্যাটার। তাতে ২৪ নম্বর স্থান থেকে সাত ধাপ এগিয়ে আসেন তিনি।

ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৬ রানের ইনিংস খেলে এই উইকেটরক্ষক-ব্যাটার উঠে এসেছেন ২৭ নম্বরে। ৭৭ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।

তবে বড় উন্নতি হয়েছে পেসার হাসান মাহমুদের। ২৩ ধাপ এগিয়েছেন এই পেসার। দুই ইনিংসে ৩ উইকেট শিকার করে এক লাফে ৭৪ নম্বরে উঠে এসেছেন তিনি। আরেক পেসার শরিফুল ইসলাম নয় ধাপ এগিয়ে রয়েছে ৬৪ নম্বর স্থানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট মিরাজ এক ধাপ এগিয়ে আছেন ২৩তম স্থানে।

অন্যদিকে পাকিস্তানের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে খালি হাতে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২ রান। তাতে ছয় ধাপ নেমে নবম স্থানে আছেন এই ব্যাটার। তবে প্রথম ইনিংসে অপরাজিত ১৭১ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫১ রানের ইনিংসে সাত ধাপ এগিয়ে যৌথভাবে দশম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদ শাকিল এক ধাপ এগিয়ে আছেন ১৩ নম্বর স্থানে।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

23m ago