আক্রমণাত্মক পরিকল্পনায় খেলবে বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। তাতে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে টাইগারদের সামনে। কোনো মতে হার এড়াতে পারলেই বাজীমাত। কিন্তু রক্ষণাত্মক কোনো পরিকল্পনা করতে চায় না তারা। আক্রমণাত্মক পরিকল্পনায় দ্বিতীয় টেস্ট জিতে নেওয়ার লক্ষ্যে মাঠে নামার ইঙ্গিত দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ঘরের মাঠে খেললেও প্রথম টেস্টে নিজেদের কোনো পরিকল্পনাই কাজে লাগেনি পাকিস্তানের। উল্টো বাংলাদেশই যেন কন্ডিশনের পুরো ফায়দা তুলে নিয়েছে। দ্বিতীয় টেস্ট একই মাঠে হওয়ায় টাইগারদের আত্মবিশ্বাস এখন আরও উঁচুতে। এই টেস্টে কেমন মানসিকতায় খেলবেন তা জানতে চাইলে কোচ হাথুরুসিংহে বলেন, 'আসলে আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনায়ই যাব।'
এরপর নিজেদের এমন পরিকল্পনার কারণ ব্যাখ্যা করে আরও বলেন, 'কন্ডিশনের ওপর অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি।'
এরমধ্যেই নিজেদের একাদশে পরিবর্তন আনবে বলে জানিয়েছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়া হয়েছে। বিশ্রামে গেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে প্রথম টেস্ট জিতে নিলেও নিজেদের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনার কথা জানান টাইগার কোচ।
মূলত আবহাওয়ার কারণেই এই পরিবর্তন আসতে পারে জানিয়ে হাথুরুসিংহে বলেন, 'দলের মোরাল অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।'
দ্বিতীয় টেস্টেও ব্যাটারদের কাছ থেকে বিশেষকরে ওপেনারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন এই কোচ, 'গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, শুরুতে ভালো জুটি গড়া। (প্রথম ইনিংসের প্রথম) ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাটিং করেছে। যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুল ও সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। মুশফিক, লিটন, মিরাজরা সেটি ভালোভাবে কাজে লাগিয়েছে।'
Comments