বিসিবির সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় হাথুরুসিংহে

'হাথুরুসিংহেকে কোচ হিসেবে রাখার কারণ দেখি না।' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ঠিক আগেই এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন ফারুক আহমেদ। সভাপতি হয়েও আগের অবস্থানেই অনড় থাকার কথাও জানান। ফলে পাকিস্তান সিরিজই হতে পারে এই লঙ্কান কোচের শেষ সিরিজ। তবে এর আগে বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলতে চান চন্ডিকা হাথুরুসিংহে।

আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। একই মাঠে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। যার কৃতিত্ব অনেকটাই কোচ হাথুরুসিংহের। তবে এই সাফল্যের পরও বিদায় নিতে হতে পারে তাকে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে স্বাভাবিকভাবেই উঠে আসে বিষয়টি। এই সিরিজই যে তার শেষ হতে পারে, বিসিবির দেওয়া ইঙ্গিতের বিষয়টি তুলে ধরলে হাথুরুসিংহে বলেন, 'আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।'

আপাতত দলের প্রস্তুতিতেই নিজের ফোকাস রাখছেন বলে জানান এই লঙ্কান কোচ, 'আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একইরকম মনোযোগ রেখেছি।'

হাথুরুর বিপক্ষে অনেক অভিযোগই রয়েছে। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের ছত্রছায়ায় দলে প্রায় একক কর্তৃত্ব চালিয়েছেন। অনেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় তাদের অবসর নিতে বাধ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি দলের মধ্যে বিভাজন সৃষ্টির কারণও মানা হয় তাকেই।

আর এই সকল কিছুর সাক্ষীও বর্তমান সভাপতি ফারুক। বিসিবিতে একসময় প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচক–প্রক্রিয়া প্রত্যাখ্যান করে পদত্যাগ করেছিলেন সাবেক এই অধিনায়ক। অভিযোগ ছিল এই প্রক্রিয়ার জনকই ছিলেন হাথুরু।

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

44m ago