'মনে হচ্ছে রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে বাংলাদেশ'
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও জয়ের খুব কাছাকাছি দলটি। তাতে পাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস লেখার পথেই টাইগাররা। আর তাদের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। রেকর্ড করতেই যেন বাংলাদেশ দল পাকিস্তানে এসেছেন বলে মনে হচ্ছে তার।
আগের দিন পাকিস্তানের দুই পেসার খুররম শেহজাদ ও মীর হামজার তোপে মাত্র ২৬ রানেই শীর্ষ ছয় ব্যাটারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ মানসিকতায় বাংলাদেশকে উল্টো লিডের পথে এনে দিয়েছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে গড়েন ১৬৫ রানের রেকর্ড জুটি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চাশের নিচে ৬ উইকেট পড়ার পর এটাই ছিল প্রথম কোনো দেড়শ রানের জুটি। আগের কীর্তিতেও জড়িয়ে ছিল পাকিস্তানের নাম। ২০০৬ সালে করাচি টেস্টে ভারতের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ১১৫ রানের জুটি গড়েছিলেন আব্দুর রাজ্জাক ও কামরান আকমল।
আর বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানো মানতে পারছেন না শেহজাদ। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, 'বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি অবাঞ্ছিত রেকর্ড করেছে পাকিস্তান। মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড করতেই এসেছে এখানে।'
'পাকিস্তান বোলাররা মাত্র ২৬ রানে বাংলাদেশের ৬ ব্যাটসম্যানকে আউট করতে পেরেছিল। কিন্তু তার পর, ১৫০ রানের জুটিকে বিকশিত করতে দিয়েছেন। এবং এটি ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে যে কোনো দল ৩০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে তারপর সপ্তম উইকেটে ১৫০ রানের জুটি গড়ে ম্যাচ কেড়ে নিয়ে যায়,' যোগ করেন তিনি।
উল্লেখ্য, তৃতীয় দিন পর্যন্ত লড়াই করতে পারলেও চতুর্থ দিন শেষে অবস্থার আরও অবনতি হয়েছে পাকিস্তানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় তারা। ফলে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিতে পারে দলটি। আর সেই লক্ষ্য তাড়ায় আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান করে বাংলাদেশ।
Comments