দুই ওপেনারকে হারালেও লক্ষ্যের দিকে এগুচ্ছে বাংলাদেশ

লক্ষ্যটা খুব বড় নয়, তবে টেস্টের চতুর্থ ইনিংসের কথা মাথায় নিলে একদম ছোটও নয়। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশের মিশনে আগের দিন বিকেলে ভালো শুরু এনে দেওয়া দুই ওপেনারকে সকালের প্রথম ঘণ্টায় হারিয়েছে বাংলাদেশ। তবে এখনো ম্যাচের নাটাই নাজমুল হোসেন শান্তর দলের হাতেই।

লক্ষ্যটা খুব বড় নয়, তবে টেস্টের চতুর্থ ইনিংসের কথা মাথায় নিলে একদম ছোটও নয়। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশের মিশনে আগের দিন বিকেলে ভালো শুরু এনে দেওয়া দুই ওপেনারকে সকালের প্রথম ঘণ্টায় হারিয়েছে বাংলাদেশ। তবে এখনো ম্যাচের নাটাই নাজমুল হোসেন শান্তর দলের হাতেই।

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে নামে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্যে আগের দিন বিনা উইকেটে ৪২ তোলার পর এদিন ৭০ রানের মাথায় হারায় ২ উইকেট। দিনের প্রথম ঘণ্টা শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান।

বিনা উইকেটে ৪২ রান নিয়ে নেমে প্রথম পাঁচ ওভার কোন সমস্যা হয়নি বাংলাদেশের। আগের দিন আক্রমণাত্মক মেজাজে রান বাড়ানো জাকির হাসান এগুচ্ছিলেন ফিফটির দিকে। তবে মির হামজার দারুণ বলে ফিরতে হয় তাকে। দিনের ৬ষ্ঠ ওভারে ৪০ রান করা ব্যাটারকে বোল্ড করে প্রথম উইকেট ফেলেন হামজা।

খানিক পর আরেকটি উইকেট পেতে পারত পাকিস্তান। হামজার বলেই ১৭ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন সাদমান ইসলাম। বা দিকে ঝাঁপিয়ে হাতে জমিয়েও তা রাখতে পারেননি আঘা সালমান। জীবন পেয়ে অবশ্য আর ৭ রান যোগ করতে পারেন বাঁহাতি ওপেনার। খুররম শাহজাদের বলে মিড অফে সহজ ক্যাচে বিদায় নেন তিনি।

দলকে জয়ের দিকে নিতে অধিনায়ক শান্তর সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ মুমিনুল হক। 

Comments