১৪ মাস পর ছন্দ নিয়ে টেস্টে ফেরার আনন্দ তাসকিনের

Taskin Ahmed

গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তাসকিন আহমেদ। এরপর চোট ও নিজেকে দীর্ঘ পরিসর থেকে সরিয়ে নেওয়ায় তাসকিনকে পাওয়া যায়নি লাল বলে। লম্বা সময় পর ফিরেই পাকিস্তানের বিপক্ষে দারুণ ছন্দ দেখিয়েছেন তিনি, নিয়েছেন ৩ উইকেট। ফেরার আনন্দে তাই বেশ ফুরফুরে ডানহাতি পেসার।

টেস্টের বিরতি শেষ করে মাসখানেক আগে পাকিস্তান সফরে খেলার ইচ্ছা প্রকাশ করেন তাসকিন। তবে পীঠের চোটে হুট করেই তার নামার অবস্থা ছিলো না। প্রথম টেস্টে তাই তার খেলা হয়নি।

প্রস্তুত হয়ে নামেন দ্বিতীয় টেস্ট। একদম প্রথম ওভারেই পান স্বপ্নের মতন এক উইকেট। ইনিংস জুড়ে দারুণ বল করে ৫৭ রানে নেন ৩ উইকেট। পাকিস্তানের প্রথম ইনিংস ২৭৪ রানে আটকে রাখতে বড় অবদান তাসকিনের।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ফেরার আনন্দ আর দলের অবস্থায় স্বস্তি প্রকাশ করেন ২৯ পেরুনো পেসার,  'প্রায় দেড় বছর পর লাল বলে ফেরাটা দারুণ। আমি উপভোগ করেছি, কিছুটা সংগ্রামও করেছি। আমার মনে হয় পরের ইনিংসে ঠিক হয়ে যাবে। কিছুটা মানিয়ে নিতে হয়েছে। আমরা তাদের অল্প রানে আটকাতে পেরেছি। আমি খুব আশাবাদী (ভালো ফলের ব্যাপারে)।'

টস জিত বোলিং নিয়ে প্রথম ওভারেই তাসকিনের সৌজন্যে সাফল্য পায় বাংলাদেশ। আব্দুল্লাহ শফিককে প্রথম পাঁচ বল আউটস্যুয়িংয়ে বিভ্রান্ত করে শেষ বল ভেতরে ঢুকিয়ে করেন বোল্ড। পরে নেন সাউদ শাকিল ও আগা সালমানের উইকেট। তবে শফিকের উইকেটটাই তার কাছে স্পেশাল,  'এই উইকেটটা সত্যিই খুব উপভোগ্য ছিলো। আমি প্রথম পাঁচ বলে আউটস্যুয়িং করিয়ে তাকে সেটআপ করেছিলাম। তারপর পরিকল্পনা করেই ৬ষ্ঠ বলটা ভেতরে ঢুকাই। এই কারণেই উইকেটটা পেয়ে সত্যিই খুশি। অনেক সময় এগুলো করে উইকেট পাব না, তবে প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে।'

এদিন প্রথম ওভারে উইকেট পড়লেও পরে শান মাসুদ-সাঈম আইয়ুবের জুটিতে ১০৭ রান যোগ করে ফেলে পাকিস্তান। প্রথম সেশনে পড়ে কেবল একটাই উইকেট। লাঞ্চ বিরতিতে গিয়ে পরিকল্পনা বদলায় বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে বাকি দুই সেশন নিজেদের করে নেয় তারা, প্রতিপক্ষকে আটকে রাখে নাগালের মধ্যে। তাসকিন এখানে পরিকল্পনা প্রয়োগ করতে পারাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন,  'শুরুতে উইকেট ফেলার পর তাদের একটা জুটি হয়ে গেলো। লাঞ্চ বিরতির পর আমরা আলাপ করলাম, পরিকল্পনা করলাম নতুন করে এবং সেটা প্রয়োগও করলাম। এজন্যই ওদের নাগালের মধ্যে আটকাতে পেরেছি। অনেক পরিকল্পনাই করবেন কিন্তু প্রয়োগটা আসল। আমরা প্রয়োগ করতে পেরেছি।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago