বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু, তারিখ চূড়ান্ত
আগের দুই আসরের মতন এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে যাচ্ছে ইংল্যান্ডে। তবে এই প্রথমবার ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে হবে মর্যাদার লড়াই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রতিকূল আবহাওয়া চিন্তা করে ফাইনালে রিজার্ভ ডেও রাখা হয়েছে। কোন কারণে বৃষ্টিতে একদিন নষ্ট হলে ১৬ জুনও ফল আনতে খেলা হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালই হওয়ার কথা ছিল লর্ডসে। তবে করোনাভাইরাস মহামারির কারণে বায়ো বাবলের সুবিধার্থে বেছে নেওয়া হয় সাউদাম্পটনের রোজ বোল ভেন্যু। এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল হয় লন্ডনেরই আরেক মাঠ ওভালে।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তাদের পরেই আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আপাতত চারে উঠে এসেছে বাংলাদেশও।
Comments