অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই বাটলার

টি-টোয়েন্টিতে বাটলারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট।

চোট থেকে এখনও সেরে উঠেননি জস বাটলার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না ইংলিশ অধিনায়ক। তবে ওয়ানডে দলে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে বাটলারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন বাটলার। পরে দ্য হান্ড্রেডের প্রস্তুতির সময় পায়ের পেশীতে চোট পান তিনি। সেই চোট থেকে সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বিধায় টি-টোয়েন্টিতে নেই তিনি। এমনকি ওয়ানডে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেছেন জফ্রা আর্চার। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক পেয়েছেন দুই সংস্করণেই। অলরাউন্ডার ড্যান মোসলি ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান জর্ডান কক্সকে ওয়ানডে দলে কাভার হিসেবে রাখা হয়েছে। তিনি এখন টেস্টে দলের সঙ্গে আছেন। আর টি-টোয়েন্টি দলে একই ভাবনায় রাখা রয়েছে এই সংস্করণে এখনও দেশের হয়ে না খেলা জেমি ওভারটনকে।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ ১৩ ও ১৫ সেপ্টেম্বর। দুই দলের পাঁচ ওয়ানডে মাঠে গড়াবে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ফিল সল্ট (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি এবং জন টার্নার।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি এবং জন টার্নার।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

20m ago