লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন উড
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন উরুতে, এরপর স্কোয়াড থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। এবার জানা গেল কনুইয়ে বড় সমস্যায় ভুগছেন মার্ক উড। তাতে পুরো বছরই আর খেলতে পারবেন না গতিময় এই পেসার।
পাকিস্তান, নিউজিল্যান্ড সফর মিলিয়ে এই বছর আরও ৬ টেস্ট খেলবে ইংল্যান্ড। তার কোনটিতেই থাকতে পারবেন না উড। উরুতে টান লেগে ছিটকে যাওয়া পেসারের গুরুতর চোট আছে কনুইতে। এইসব চোট সারিয়ে খেলায় ফিরতে তার লেগে যাবে লম্বা সময়।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি), ৩৪ বছর বয়েসী পেসারের কনুইতে আড়ষ্টতা ও অস্বস্তি অনুভব হয়। পরে কারণ খতিয়ে দেখা হয়।
উড ভেবেছিলেন সমস্যা অতি সামান্য। পরীক্ষা করে দেখা যায় তা গুরুতর, 'আমার মনে হচ্ছিল রুটিন চেক-আপ আগেরবারের মতন। যখন জানলাম "বোন-স্ট্রেস" চোট আছে আছে, আমি বেশ ধাক্কা খেয়েছি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কুঁচকিতে সামান্য টান লাগার পর আমি ও মেডিকেল স্টাফরা ভেবেছি, কনুই পরীক্ষার আদর্শ সময় এটা। ধরে নিয়েছিলাম ছোটখাটো সমস্যা। যা নিয়ে পেসারদের খেলতে হয়।'
এমন সমস্যা নিয়েও খেলে বেশ গতিতে বল করছিলেন। তাতেও অবাক উড, 'অবাক লাগছে এত বড় সমস্যা নিয়ে টেস্ট খেলছিলাম, গতিও বাড়ছিল। এখন বাকিটা সময় বিশ্রাম নেব। আশা করি আগামী বছর পুরোপুরি সেরে উঠে ফিরব।'
আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার (৯৭ মাইল) গতিতে বল করতে দেখা গেছে উডকে। তিনি ১০০ মাইল গতি তুলতে পারবেন বলে আশা করা হচ্ছিল। এখন চোটের কারণে খেলেন ধাক্কা।
Comments