বাংলাদেশের বিপক্ষে ভারতের মিডল অর্ডারে রাহুল নাকি সরফরাজ?

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে যশভি জয়সওয়াল,  তিনে শুভমান গিল। চারে ফিরছেন বিরাট কোহলি। এরপর গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর স্পট। চোটে না পড়লে লোকেশ রাহুলের নামই সংশয়হীনভাবে লিখে ফেলা হতো। এবার একটু হলেও ভাবনা চিন্তা করতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে।
KL Rahul and Sarfaraz Khan

এমনিতে অভিজ্ঞতার বিচারে প্রশ্নটা উঠত না। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে সুযোগ পেয়ে সরফরাজ খানের পারফরম্যান্স, তার খেলার ধরণ লোকেশ রাহুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নটা তুলে ফেলেছে। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের একাদশে কার জায়গা হবে এই প্রশ্ন তাই অবাক করার মতন নয়।

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে যশভি জয়সওয়াল,  তিনে শুভমান গিল। চারে ফিরছেন বিরাট কোহলি। এরপর গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর স্পট। চোটে না পড়লে লোকেশ রাহুলের নামই সংশয়হীনভাবে লিখে ফেলা হতো। এবার একটু হলেও ভাবনা চিন্তা করতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওই সিরিজেই অভিষেক সরফরাজের। রঞ্জি ট্রফি রানের বন্যা বইয়ে আলোড়ন তুলে এসে আন্তর্জাতিক ক্রিকেটেও শুরুতেই ঝলক দেখান তিনি। ৩ টেস্টে ৫০ গড়ে ২০০ রান করেছেন। ৫ ইনিংসের মধ্যে ৩ বার পেরিয়েছেন ফিফটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার খেলার ধরণ। আগ্রাসী মেজাজে রান বাড়িয়ে প্রতিপক্ষের বোলিং দিশেহারা করে দিতে পারেন তিনি।

অভিজ্ঞতার কথা বললে অবশ্য রাহুলের ধারেকাছে নেই তিনি। ৫০ টেস্ট খেলার অভিজ্ঞ রাহুল মিডল অর্ডারে ভারতের অন্যতম ভরসা হয়েই ছিলেন। সম্প্রতি সীমিত সংস্করণে রান খরায় তাকে নিয়ে উঠে প্রশ্ন। যদিও টেস্টে তিনি রানেই ছিলেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিসিসিআইর এক কর্তার কণ্ঠে রাহুলের পক্ষেই গিয়েছে মত, 'বাইরের মানুষ বুঝতে পারে না দল কীভাবে কাজ করে। গত তিনটা টেস্টে রাহুলের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি আছে। তার খেলা শেষ টেস্টে হায়দরাবাদে ৮৬ রান আছে। চোটে পড়ার ঠিক আগেই। সে বাদ পড়েনি, চোটে পড়েছিলো। সে খেলার জন্য ফিট। দুলিপ ট্রফিতে ফিফটি করেছে, ম্যাচ টাইম পেয়েছে।'

কঠিন পরিস্থিতিতে ভালো ভালো ইনিংস আছে রাহুলের। সিডনি, লর্ডস, সেঞ্চুরিয়নে আছে সেঞ্চুরি। সরফরাজ তরুণ ব্যাটার। তিনি তার কাজটা করে দলের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়েছেন। কিন্তু রাহুলের অভিজ্ঞতার মূল্যই আগে দেখা হবে।

একই কারণে ধ্রুব জুরেল ভালো করলেও দীর্ঘ ২১ মাস পর টেস্ট দলে ফিরে সরাসরি একাদশে থাকবেন রিশভ পান্ত।

স্পিন আক্রমণেও রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনের খেলা নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব কাকে খেলানো হবে তা নিয়ে দ্বিধা আছে। কুলদীপ রিষ্ট স্পিনার হওয়ায় বাংলাদেশের বিপক্ষে কার্যকর হতে পারেন বেশি, আবার অক্ষর এগিয়ে ব্যাটিং দক্ষতায়।

Comments

The Daily Star  | English

Six state banks asked to cancel contractual appointments of MDs

The Financial Institutions Division (FID) of the finance ministry has recommended that the boards of directors of six state-run banks cancel the contractual appointment of their managing directors and CEOs..The six state-run banks are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, BAS

1h ago