অনন্য এক মাইলফলক সাকিবের

প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেওয়ার পর সাকিব দ্বিতীয় ইনিংসে এরমধ্যেই তুলে নিয়েছেন চার উইকেট
Shakib Al Hasan

প্রায় ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার। এরমধ্যেই তুলে নিয়েছেন চার উইকেট।

বুধবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ 'ডিভিশন ওয়ান' ম্যাচে সমারসেটের বিপক্ষে ৮৩ রানের খরচায় ৪ উইকেট নেওয়ার দিনে অনন্য এক মাইফলকও স্পর্শ করেন সাকিব। জেমস রিউকে আউট করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০তম উইকেট তুলে নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ১০৬ ম্যাচে এই উইকেট শিকার করেন তিনি।

টন্টনে ম্যাচের প্রথম দিনে ৯৭ রানের খরচায় ৮ উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে আবারও ৪ উইকেট পান তিনি। ফাইফার তুলে নেওয়ার সুযোগও রয়েছে তার। ১৯৪ রানে ৯ উইকেট হারিয়েছে সমারসেট।

তবে সারেকে ভোগাচ্ছে ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন জুটি। দলীয় ১৫৩ রানে ৯ উইকেট তুলে নেওয়ার পর ৪১ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। ব্যাটিংও করেছেন প্রায় ৮ ওভার। তাতে ফাইফারের অপেক্ষা বাড়ছে সাকিবের। তবে তার দারুণ বোলিংয়ে লিডটা এখনও নাগালেই আছে সারের। প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে থাকা সমারসেটের লিড এখন ১৯০ রান।

এদিন বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় বলে আর্চি ভনকে বোল্ড করেন সাকিব। পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে। এরপর জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকে ফেরান তিনি। ব্যাটিংটা ভালো হয়নি সাকিবের। ১২ রানে ফিরতি ক্যাচ দিয়েছেন জ্যাক লিচকে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago