ফের হেডের তাণ্ডব, ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

পাওয়ার প্লেতে আরও একবার ঝড় তুলেছেন ট্রাভিস হেড

আরও একবার ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড। ভালো সঙ্গ পেলেন ম্যাথিউ শর্টের কাছ থেকেও। কিন্তু এরপর হুট করেই ব্যাটিং ধসে পরে দলটি। এমনকি খেলতে পারেনি পুরো ২০ ওভার। তবে তারপরও বোলারদের সৌজন্যে স্বস্তির জয়েই সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় তারা। জবাবে ১৯.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এদিন হেডের তাণ্ডবে ম্যাচের প্রথম ৫.৫ ওভারে ৮৬ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। পরের বলেই আউট হন এই ওপেনার। তখনও মনে হয়েছিল দুইশর বেশি পুঁজি গড়বে তারা। তখনও ওভার বাকি ছিল ১৪টি। কিন্তু ৯৩ রান তুলতেই বাকি ব্যাটাররা ফিরেছেন সাজঘরে। ১৮০ রানও পূর্ণ করতে পারেনি তারা।

মাত্র ১৯ বলে ফিফটি স্পর্শ করা হেড শেষ পর্যন্ত খেলেন ২৩ বলে ৫৯ রানের ইনিংস। নিজের ইনিংসটি সাজাতে খেলেছেন ৮টি চার ও ৪টি ছক্কা। অর্থাৎ ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছর এই নিয়ে সাতবার পাওয়ার প্লের মধ্যেই পঞ্চাশ পূর্ণ করেন এই ওপেনার।

আরেক ওপেনার শর্ট খেলেন ৪১ রানের ইনিংস। ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। চারে নামা জশ ইংলিশ করেছেন ২৭ বলে ৩৭ রান। এছাড়া কেউই তেমন সুবিধা করে উঠতে পারেননি। লিয়াম লিভিংস্টন ২২ রানে নেন ৩টি উইকেট। এছাড়া জফ্রা আর্চার ও সাকিব মাহমুদের দুটি করে শিকারে লক্ষ্যটা নাগালেই রাখতে পারে ইংল্যান্ড।

তবে লক্ষ্য তাড়ায় দলীয় ১৩ রানেই ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি। এরপর দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটির পর ১২ রান তুলতেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। তবে স্যাম কারানকে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন লিভিংস্টন। ৫৪ রানের জুটিও গড়েছিলেন তারা। কিন্তু এ জুটি ভাঙতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

দলের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন লিভিংস্টন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ফিল সল্টের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে ২৮ রানের খরচায় ৩টি উইকেট নেন শেন অ্যাবট। এছাড়া দুটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।  

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago