ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জাকের

Jaker Ali Anik

টি-টোয়েন্টি দিয়ে সাদা বলের সংস্করণে এরমধ্যেই খেলা হয়েছে জাকের আলী অনিকের। এবার লাল বলেও খেলার বড় সুযোগ পাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ভারত সফরে টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। পাকিস্তান সফরে চোট পাওয়া শরিফুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে তাকে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সিরিজে খেলা স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে এই একটিই।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলা জাকের প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। চারটি সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। গত মাসে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন শরিফুল। যে কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই পেসার। মিরপুরে গত রোববার থেকে পূর্ণ ছন্দে বোলিং শুরু করলেও কাজের চাপের কথা চিন্তা করে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তার উপর তিন সংস্করণেই খেলেন শরিফুল। আগামী দিনগুলোতে বিরতিহীন ক্রিকেট খেলায় তাকে প্রস্তুত রাখতে এই সিদ্ধান্ত নেন জাতীয় নির্বাচকরা।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। আগামী ৬, ৯ এবং ১২ অক্টোবর ম্যাচ তিনটি হবে যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দ্রাবাদে।

শেষবার ২০১৯ সালে শেষবার একটি পূর্ণ সিরিজের জন্য ভারত সফর করেছিল বাংলাদেশ। তখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

8h ago