দ্বিগুণের বেশি বাড়ল মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৩ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণের বেশি প্রাইজমানি দেওয়া হবে।
womens cricket

গত বছরের জুলাইয়ে আইসিসির কনফারেন্সে সিদ্ধান্ত হয়, ছেলেদের সমান প্রাইজমানি পাবে৷ মেয়েরাও। সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হতে চলেছে। চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি আগের আসর থেকে দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৩ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণের বেশি প্রাইজমানি দেওয়া হবে। সর্বমোট প্রাইজমানি থাকছে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার।

বিশ্বকাপ জয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার। যা এর আগের আসরের চেয়ে ১৩৪ শতাংশ বেশি। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ মিলিয়ন ডলার।

টুর্নামেন্টে রানার্সআপ দলের প্রাইজমানিও একই পরিমাণ বেড়েছে। রানার্সআপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার। সেমিফাইনালে উঠা ফলগুলো পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। যা আগের আসরের চেয়ে তিনগুণ বেশি।

গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩২ হাজার ১৫৪ ডলার। যা আগের আসর থেকে ৭৮ শতাংশ বেশি।

যারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। খালি হাতে ফিরবে না তারাও। অংশ নেওয়া প্রতিটি দলই পাবে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে।

পঞ্চম থেকে ৮ম হওয়া দলগুলোর জন্য বরাদ্দ ২ লাখ ৭০ হাজার ডলার। নবম ও দশম হওয়া দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার করে।

আইসিসি জানিয়েছে, মেয়েদের ক্রিকেটকে সম্প্রসারিত করতে, সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাইজমানি বাড়ানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপটি হওয়ার কথা ছিলো বাংলাদেশে। তবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago