বর্তমান টেস্ট স্কোয়াডকে 'সবচেয়ে ভারসাম্যপূর্ণ' বললেন হাথুরুসিংহে
এইতো কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং -তিন বিভাগেই সম্মিলিত দারুণ পারফরম্যান্সে আসে এই জয়। আর বর্তমান এই দলটাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল বলেই মনে করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। আর অনুশীলন সেশন শেষে সাংবাদিকদের কোচ হাথুরুসিংহে বলেন, 'আমি মনে করি আমার মেয়াদে বাংলাদেশে তৈরি হওয়া সম্ভবত এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল।'
এরপর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'আমরা অনেক পেসার নিয়ে এসেছি এবং আমরা ভালো ফাস্ট বোলার পেয়েছি। আমরা সত্যিই ভালো অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি। এবং তারপর ব্যাটিং, আসলে একটি ব্যাটিং গভীরতা আছে আমাদের দুটি কারণে। এক হল আমাদের দুই স্পিনার প্রকৃতপক্ষে ব্যাটারও, যারা টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।'
'এবং এরপরে আমাদের দুই উইকেটরক্ষক যারা আমাদের প্রধান ব্যাটার। সুতরাং, এই সিরিজের জন্য দলের ভারসাম্য সত্যিই দারুণ এবং এটি আসলে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেয় যে আমরা সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি,' যোগ করেন এই কোচ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই যুগের পথচলায় এবারই প্রথম কোনো শক্তিশালী প্রতিপক্ষকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানের সিরিজ জয়ে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও লড়াই করার রশদ পেয়েছেন তারা।
পাকিস্তান সিরিজে দারুণ ব্যাটিং করেছেন মুশিফকুর রহিম, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে পেস এবং স্পিন বিভাগ থেকে ভয়ঙ্কর বোলিং পারফরম্যান্স। মূলত এটা সম্পূর্ণ একটি দলীয় প্রচেষ্টা যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে একটি দুর্দান্ত ফলাফল এনে দিয়েছিল।
হাথুরুসিংহের দাবি, 'অবশ্যই, এটা (পাকিস্তানে জয়) আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। ফলাফলের জন্যই নয়, সেই সিরিজে আমরা যেভাবে খেলেছি, যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, আমরা উভয় টেস্টেই পিছনে ছিলাম এবং পরে আমরা কীভাবে ফিরে আসি। বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছেন, এটাও। এই সিরিজের জন্য আমাদের অনেক বিশ্বাস তৈরি করেছে।'
Comments