চেন্নাই টেস্ট

চরম বিপর্যয়ে সাকিব-লিটনের প্রতিরোধ

৪০ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 
Litton Das

লাঞ্চের আগে ব্যাট করতে নেমেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরে দলের সেই চাপ দ্বিগুণ বাড়িয়ে তড়িঘড়ি ফিরে যান নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 

ভারতকে ৩৭৬ রানে আটকে দেওয়ার পর জবাব দিতে নেমে প্রথম ওভারেই জাসপ্রিট বুমরাহর শিকার হন সাদমান ইসলাম। এরপর আকাশ দীপ পর পর দুই বলে জাকির হাসান ও মুমিনুল হককে তুলে নিলে ২২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

৩ উইকেটে ২৬ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে শান্ত-মুশফিক এগুতে পারেননি বেশি। অনেকদিন ধরে ছন্দহীন বাংলাদেশ অধিনায়ক ২০ রান করে থেমে যান। মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে স্লিপে বিরাট কোহলির হাতে জমা পড়েন বাঁহাতি ব্যাটার। 

অভিজ্ঞ মুশফিক কাবু বুমরাহর বলে। ৮ রান করা ডানহাতি ব্যাটার খোঁচা মেরে স্লিপে দেন ক্যাচ। ৪০ রানে ৫ উইকেট পড়ে কেঁপে উঠে সফরকারীদের ইনিংস। 

প্রবল চাপে এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সাকিব-লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ রানের জুটি গড়েছেন তারা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা পর্যন্ত  বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৬ রান। ভারত থেকে এখনো তারা পিছিয়ে ৩০০ রানে।  

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago