বিশাল লক্ষ্যে জাকির-সাদমানের দারুণ শুরু
লাঞ্চের পর দ্রুত রান তুলে বাংলাদেশকে পাঁচশো ছাড়ানো লক্ষ্য দিয়েছিলো ভারত। তাদের প্রত্যাশা ছিলো হয়ত চা-বিরতির আগেই একাধিক উইকেট তুলে নেওয়া। পাহাড়সম লক্ষ্যে বিপুল চাপ থাকলেও কোন বিপর্যয় আনতে দেননি বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে গেছেন তারা।
চেন্নাইতে ৫১৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। জাকির ৩২ ও সাদমান ২১ রান নিয়ে খেলছেন। ম্যাচ জিততে এখনো দরকার ৪৫৯ রান।
প্রথম ইনিংসে শুরুতেই ফিরে গিয়েছিলেন দুজন। রান করতে পারেননি দুই অঙ্কের ঘরেও। এবার ভিন্ন অ্যাপ্রোচে নামেন তারা। শুরু থেকেই খেলতে থাকেন সাবলীলভাবে। অনেকটা ওয়ানডে মেজাজে রান বাড়ানোর চেষ্টায় আপাতত সফল তারা।
তবে তাদের সামনে চ্যালেঞ্জটা বিশাল। শেষ সেশনে কতদূর দলকে টেনে নিতে পারেন দেখার বিষয়।
Comments