কেমন হবে কানপুরের পিচ?

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর আগে আলোচনায় কানপুরের পিচ

চেন্নাইয়ের লাল মাটির উইকেটে প্রত্যাশিত লড়াই করতে পারেনি বাংলাদেশ। কানপুরে ঘুরে না দাঁড়াতে পারলে সিরিজ খোয়াতে হবে টাইগারদের। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আলোচনায় এই টেস্টের উইকেট নিয়ে। কেমন হবে কানপুরের পিচ?

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সংবাদ অনুযায়ী, চেন্নাইয়ের লাল মাটির বদলে কালো মাটি থাকবে কানপুরে। বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারিও করবে না। অর্থাৎ র‍্যাঙ্ক টার্নার হবে না এই পিচ।

সংবাদ অনুযায়ী, গ্রীন পার্কের পিচ চেন্নাইয়ের তুলনায় চ্যাপ্টা হবে এবং টেস্টের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বাউন্সও কমবে। চেন্নাইয়ের লাল মাটির পিচে নিয়মিত বাউন্স থাকায় দুই দলই তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। চেন্নাইতে তেমন টার্ন না থাকলেও যথেষ্ট বাউন্স ছিল স্পিনারদের জন্য। কানপুরের পিচ মন্থর হওয়ার সম্ভাবনাই বেশি।

স্বাভাবিকভাবেই দুই দলই তাদের কৌশল পরিবর্তন করতে পারে। পরিবর্তন আসতে পারে একাদশেও। ভারত তৃতীয় পেসারের পরিবর্তে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে বলেই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ধারণা হচ্ছে কুলদীপ যাদব কিংবা আকসার প্যাটেল জায়গা করে নিতে পারেন ভারতীয় দলে।

প্রথম টেস্টে ভারতের মতো বাংলাদেশ দলও দুই স্পিনার নিয়ে খেলেছে। এর দুইজনই আবার অলরাউন্ডার। তবে চেন্নাইতে বল হাতে সুবিধা করে উঠতে পারেননি সাকিব আল হাসান। বোলিং শুরুর পর থেকে আঙুলে ব্যথাও অনুভব করেছেন। দ্বিতীয় টেস্টের আগে শুধু ব্যাটার হিসেবে খেলাবে কি-না তা নিয়ে ভেবে দেখবে টিম ম্যানেজমেন্ট।

শেষ পর্যন্ত সাকিব অলরাউন্ডার হিসেবে খেললেও নাহিদ রানার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। এছাড়াও স্কোয়াডে আছেন অফ-স্পিনার নাঈম হাসান। বিকল্প ভাবনায় আছেন তিনিও।

এর আগে ২০২১ সালে শেষবার কানপুরে যখন টেস্ট খেলতে নেমেছিল ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে তখন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেলকে নিয়ে নেমেছিল দলটি। টম ল্যাথামের দৃঢ়তায় সেই ম্যাচটি অবশ্য ড্র হয়েছিল।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago