কানপুরে যেমন পিচ বেছে নিলেন রোহিতরা
শেষ দিনে প্রস্তুত রাখা হয়েছিল দুটি পিচ। শেষ পর্যন্ত কোন পিচে খেলা হবে সে সিদ্ধান্ত স্বাগতিক দলের টিম ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিলেন কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের পিচ কিউরেটর শিব কুমার। সেখান থেকেই কাঙ্ক্ষিত পিচ বাছাই করে নিয়েছেন রোহিত শর্মারা। আলোচনা এখন, কেমন পিচ বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক?
কানপুরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। চেন্নাইতে বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজে এরমধ্যেই এগিয়ে আছে স্বাগতিকরা। কানপুরে হার এড়াতে পারলেই সিরিজ তাদের। তারপরও জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। এই ম্যাচ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটাই এগিয়ে যাবে দলটি।
দুদিন আগেই গ্রিনপার্কের উইকেট দেখে এসেছিলেন রোহিত। ম্যাচের আগের দিনও ফের দেখলেন। আসলে এদিন কোন পিচে খেলা হবে তা চূড়ান্ত করেছেন অধিনায়ক। শেষ পর্যন্ত যে পিচ বেছে নেওয়া নিয়েছেন তা বোলারদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে জানিয়েছেন মাঠের পিচ কিউরেটর শিব কুমার।
চেন্নাইর উইকেটে বিশেষভাবে কেউ অগ্রাধিকার পাননি। অনেকটাই স্পোর্টিং উইকেট ছিল। বোলার এবং ব্যাটার সবাই সুবিধা পেয়েছেন। শুরুতে পেসাররা দারুণ বোলিং করেছিলেন, তেমনি শেষ দিকে স্পিনাররা। আবার ভারতীয় তিন ব্যাটার তুলে নিয়েছিলেন সেঞ্চুরিও। কানপুরেও এমন উইকেটেরই দাবি ছিল।
গ্রিনপার্কেও শুরুর দিনে পেসাররা উইকেট থেকে সুবিধা পাবে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সুবিধা বাড়বে স্পিনারদের। পরের দিকে উইকেটে ফাটল ধরলে টার্ন মিলবে। প্রথম দুই দিন বল ব্যাটে ভালোভাবেই আসবে। সুইং বোলাররা ফায়দা তুলে নিতে পারেন, সাধারণ উইকেট টু উইকেট ডেলিভারির ক্ষেত্রে ব্যাটাররাই সুবিধা পাবেন বলে জানিয়েছেন শিবকুমার।
স্থানীয় সাংবাদিকদের এই কিউরেটর বলেছেন, 'এই উইকেটে প্রথম দিনের প্রথম দুই সেশনে ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। বাউন্স যেমন থাকবে, তেমনি বলের মুভমেন্টও দেখা যাবে। তৃতীয় দিনের পর থেকে উইকেটে ফাটল ধরবে, এরপর থেকে স্পিনাররা সুবিধা পাবে।'
Comments