টি-টোয়েন্টিতে ফিরতেও পারেন সাকিব, তবে...
দেশে ফেরার পথটা মসৃণ না হলে কানপুর টেস্টই হতে পারে লাল বলের শেষ ম্যাচ। অন্যথায় ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টই হবে শেষ। ওয়ানডে খেলবেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচ এরমধ্যেই খেলে ফেলেছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তবে বেশ কিছু শর্ত পূরণ হলে আবারও ফিরতে পারেন ক্রিকেটের এই সংস্করণে।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানেই অবসরের ঘোষণা দিয়ে বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।'
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে শেষ ম্যাচটা খেলেছিলেন সাকিব। সামনেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকলেও সেখানে খেলতে চান না তিনি, 'সামনের সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না। অধ্যায়টি স্মরণীয় ছিল।'
তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতেই টি-টোয়েন্টি থেকে স্বরে দাঁড়াচ্ছেন বলে জানান সাকিব, 'আমি মনে করি নতুন নতুন খেলোয়াড়দের দেখার এটাই সুযোগ। আমার মনে হয় ২০২৬ সালের দিকে যতি বিসিবি তাকায় তাহলে সেটা ভালো দিক। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানান সাকিব। আর সেখানে ভালো পারফরম্যান্স করে যেতে পারলে, পাশাপাশি ফিটনেসও ভালো থাকলেও বিসিবি চাইলে আবারও এই সংস্করণে ফিরতে পারেন বলে জানান এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে বলেন, 'আমি ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলতে থাকি, ছয় মাস–এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-টোয়েন্টিকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে, নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না।'
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব। এখন পর্যন্ত ৪৪৪টি ম্যাচ খেলে ৩২টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৪৩৮ রান করেছেন তিনি। পাশাপাশি পেয়েছেন ৪৯২টি উইকেট। আর ১২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩টি ফিফটিতে করেছেন ২ হাজার ৫৫১ রান। সঙ্গে নিয়েছেন ১৪৯টি উইকেট।
Comments