ভেস্তে গেল তৃতীয় দিনের খেলাও
বৃষ্টি না থাকায় সকালে জেগেছিলো আশা। তবে সেই আশা মিইয়ে গেলো বেলা গড়াতে। ভেজা আউটফিল্ডের কারণে ভেস্তে গেল তৃতীয় দিনের খেলাও।
দীর্ঘ অপেক্ষার পর রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ট কেটেলবোরো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এই নিয়ে টানা দুই দিন পরিত্যক্ত হলো কানপুর টেস্টের খেলা। আর প্রথম দিনে খেলা হলো স্রেফ ৩৫ ওভার। তাতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।
কানপুরে রোববার বৃষ্টি না থাকলেও রোদ উঠেনি, আকাশ ছিলো মেঘলা। মাঠকর্মীরা চেষ্টা করলেও কৃত্তিমভাবে মাঠ শুকানোর কাজ সারতে পারেননি তারা। আউটফিল্ডের অনেক জায়গায় পানি জমে থাকায় খেলা শুরুর পরিস্থিতি দেখতে পাননি আম্পায়াররা।
Comments