ভারত সফরের আগে চোটে উইলিয়ামসন
চোট যেন পিছুই ছাড়ছে না সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের। এবার কুঁচকির চোটে মিস করবেন পড়েছেন তিনি। যে কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না এই অভিজ্ঞ ব্যাটার।
গত বছরের আইপিএলে পাওয়া চোটের পর থেকেই একের পর এক চোটে ভুগছেন উইলিয়ামসন। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও পুরোটা খেলতে পারেননি তিনি। তার চোটের কারণে ভারত সিরিজের দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে।
শুক্রবার দলের বাকি সদস্যদের সঙ্গে উইলিয়ামসন ভারতে আসবেন না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস। আপাতত দেশে বিশ্রাম নেবেন। চোট সেরে উঠলে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন। শ্রীলঙ্কা সিরিজে এই চোট পেয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে স্যাম ওয়েলস বলেছেন, 'আমরা যে পরামর্শ পেয়েছি তাতে চোট বাড়ানোর ঝুঁকির পরিবর্তে কেনের জন্য এখন বিশ্রাম নেওয়াই সবচেয়ে ভালো পদক্ষেপ। আশা করছি ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোয় তাকে পাওয়া যাবে।'
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই দলের প্রথম টেস্ট। এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটার টম ল্যাথাম। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে হারার পর দায়িত্ব ছেড়েছেন পেসার টিম সাউদি।
Comments