পরিচালক হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনেক দিন থেকেই এই গুঞ্জনে সয়লাব দেশের ক্রিকেটাঙ্গন। তামিমও এ নিয়ে কোনো কথা বলেননি। তবে অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই ক্রিকেটার। আপাতত পরিচালক হওয়ার কথা ভাবছেন না বলেই জানান তিনি।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির ঠিক আগে হুট করেই আগের দিন প্রেস বক্সে এসে হাজির হন তামিম। চলমান সিরিজে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন তিনি। ধারাভাষ্যের দায়িত্ব পালনের আগে মিডিয়ার সঙ্গে আড্ডা দিয়েছেন। একই সঙ্গে সুনির্দিষ্ট বিষয়ে মিডিয়ার কিছু প্রশ্নেরও জবাব দিয়েছেন।

সেই আড্ডাতেই উঠে আসে তামিমের বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি। তবে স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে বোর্ডে আসার কথা ভাবছেন না তিনি, 'আমি এখন ধারাভাষ্য করছি, তারপর ক্রিকেটে মনোনিবেশ করব। আমি এখনই এটা (পরিচালক) নিয়ে ভাবছি না।'

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মিরপুর স্টেডিয়ামে খুব বেশি দেখা গিয়েছিল তামিমকে। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার ঘনিষ্ঠতাও দৃষ্টি কেড়েছে আলাদা করে। এই সকল কারণেই নতুন পরিচালক হওয়ার গুঞ্জন চাউর হয় ক্রিকেট মহলে। তার উপরে বর্তমানে বিসিবিতে পরিচালকদের ঘাটতিও রয়েছে।

উঠে আসে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহদের অবসর প্রসঙ্গও। তামিমকে জিজ্ঞাসা করা হয় যে সিনিয়ররা কখনও কখনও সম্ভাব্য সর্বোত্তম উপায়ে অবসর নেওয়ার বিষয়টি বুঝতে ব্যর্থ হন কি-না, যা তাদের নিজস্ব উত্তরাধিকারকে ছোট করে। মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির প্রাক্কালে অবসর ঘোষণা করেন। যেটা তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই করতেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে এই সফরে অবসরের ঘোষণা দেন সাকিবও।

'যখনই কেউ অবসর নেয়, তখন সে সম্পর্কে কথা বলতে বা শুনতে ভালো লাগে না। যেহেতু আমি তাদের (সাকিব ও মাহমুদউল্লাহ) সঙ্গে অনেক সময় কাটিয়েছি, অবশ্যই, আমার খারাপ লাগে। এছাড়াও, যাই হোক না কেন আমি তাদের দুজনকে নিয়ে গর্ববোধ করি। তারা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অর্জন করেছে এবং তারা বাংলাদেশের জন্য যা করেছে, আপনি সারাদিন তাদের সমালোচনা করতে পারেন কিন্তু সেগুলো (তাদের অর্জন) কেড়ে নিতে পারবেন না,' বলেছেন তামিম।

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তামিম নিজেও টেস্ট ও ওয়ানডে এই দুই সংস্করণ থেকে অবসর নেননি। তবে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তিনি আর লাল-সবুজ জার্সি পরেননি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে তিনি কীভাবে ক্রিকেটে মনোনিবেশ করবেন জানতে চাইলে তিনি বলেন, 'এখান থেকে যাওয়ার পর দুই মাস সময় থাকবে। আমি বিপিএলের প্রস্তুতির জন্য ব্যবহার করব।'

Comments

The Daily Star  | English

Bangladeshi migrants in Malaysia: Dhaka’s uphill battle to break syndicate chains

Now, as Malaysia prepares to begin fresh labour recruitments, opening the market to Bangladeshis and ensuring migrants' rights will figure high in the upcoming meetings.

13h ago