ইংল্যান্ডের একাদশে ফিরলেন স্টোকস

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না উঠলেও পাকিস্তান সফরের দলে আছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। প্রত্যাশা ছিল শুরু সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন। কিন্তু খেলতে পারেননি প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে ঠিকই ফিরছেন নিয়মিত অধিনায়ক। তাকে নিয়েই ম্যাচের আগে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
মুলতানে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে অধিনায়কের পাশাপাশি পেসার ম্যাথু পটসকে একাদশে ফিরিয়েছে সফরকারীরা। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন।
দুই মাস পর মাঠে নামছেন স্টোকস। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। পরের মাসে একশ বলের প্রতিযোগিতা 'দা হান্ড্রেড'-এ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই অলরাউন্ডার। এরপর মাঝে খেলতে পারেননি শ্রীলঙ্কা সিরিজ। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন অলি পোপ।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জ্যাক লিচ ও শোয়েব বাশির।
Comments