অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেই হেড-মার্শ-গ্রিন, ফিরছেন কামিন্স

পিতৃত্বকালীন ছুটি পাওয়ায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজের দলে বিশ্রামে থাকবেন আগ্রাসী ওপেনার ট্রাভিস হেড ও অলরাউন্ডার মিচেল মার্শ। এছাড়া অস্ত্রোপচার করাবেন বলে কারণে নেই আরেক অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও। তবে ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
আগামী মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সোমবার ঘরের মাঠে এই সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচ নাও খেলতে পারেন কামিন্স। বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে শেফিল্ড শিল্ডে কামিন্স দুই-একটি ম্যাচ খেলতে পারেন ধারণা করা হচ্ছে। টেস্ট দলের অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডও আছেন পাকিস্তান সিরিজে। তাদেরকেও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে।
মেরুদণ্ডের নিচে চিড় ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হবে গ্রিনকে। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় তার জায়গায় ভাগ্য খুলেছে মার্কাস স্টয়নিসের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখেই ফেরানো হলো ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে। ওয়ানডে বিশ্বকাপের পর তাকেও দেখা যায়নি এই সংস্করণে। তবে টি-টোয়েন্টি দলে খেলছেন তিনি নিয়মিতই। দলে একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। বাদ পড়েছেন অ্যালেক্স কেয়ারি।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। অ্যাডিলেডে পরের ম্যাচ ৮ নভেম্বর এবং ১০ নভেম্বর শেষ ম্যাচটি হবে পার্থে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
Comments