সঠিক সময়ে জবাব দেবেন হাথুরুসিংহে

অবশেষে বাংলাদেশ দলে শেষ হতে চলেছে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায়। অসদাচরণের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে।  এরপর হবে চূড়ান্তভাবে ছাঁটাই। তবে নিয়ে এখনই মুখ খুলছেন না এই কোচ। সময় হলেই সবকিছুর জবাব দিবেন বলে জানিয়েছেন এই লঙ্কান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী সোমবার থেকে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে আরও একটি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালেও দলের অনুশীলনে ছিলেন হাথুরুসিংহে। তবে বিকেলেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত আসে। হয়তো এর আগেই বিষয়টি জেনে গিয়েছিলেন তিনি।

তবে এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলতে নারাজ হাথুরুসিংহে। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এই লঙ্কান কোচ বললেন, 'এগুলো শুধুই অভিযোগ! আমি সঠিক সময়ে তাদের উত্তর দেব! আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।'

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমদকে চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। এ নিয়ে হয়েছে তদন্তও। এরমধ্যেই এসেছে তদন্ত প্রতিবেদন। তার উপর ভিত্তি করেই এই লঙ্কানকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

আর বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেই উঠে এসেছে বিষয়টি, 'এটা পার্টিকুলার ওই ছেলের জন্য খুবই বাজে একটা জিনিস। ... হিট অ্যাট দ্য মোমেন্ট একটা জিনিস হতে পারে বাট ফিজিক্যাল অ্যাসল্ট আসলে কোনো পর্যায়ে কোনোভাবে একটা ন্যাশন্যাল প্লেয়ারকে আপনি করতে পারবে না।'

এছাড়া কর্তৃপক্ষকে ন জানিয়ে অতিরিক্ত ছুটি কাটানোর ব্যাখ্যাও চাওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে। ফারুকের ভাষায়, 'অতিরিক্ত তিন মাসের বেশি সময় কাটিয়ে ফেলেছে। ওইটাও কিন্তু পার্ট অব মিস কন্ডাক্ট ছিল। আপনি বিচ্ছিন্নভাবে ইনফর্ম করেছেন। একটা-দুইটা মেইলে যে আমার একটু যেতে হবে। বাট নট ফর মোর দ্যান থ্রি মান্থস।'

এদিকে হাথুরুসিংহের সঙ্গে ফারুকের সম্পর্কটা আগে থেকেই ভালো নয়। পূর্ব একটি ইতিহাস আছে। তিনি যখন প্রধান নির্বাচক ছিলেন, তখনই প্রথম মেয়াদে দায়িত্ব নেন হাথুরুসিংহে। এই কোচের সঙ্গে মতবিরোধের কারণেই তখন প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন ফারুক।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

59m ago