টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এলো দক্ষিণ আফ্রিকা দল

Keshav Maharaj
ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল। ছবি: বিসিবি

রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা ছিলো। তবে নিরাপত্তা পর্যবেক্ষক দলের ভরসা পেয়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল। এবার সফরে স্বাগতিকদের সঙ্গে তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে প্রোটিয়ারা। চোটে থাকলেও দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন।  প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব সামলাবেন ব্যাটার এইডেন মার্করাম।

২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Temba Bavuma

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। সেবার বৃষ্টির কারণে দুই টেস্টই হয় ড্র। ওই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ। টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারানো দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে জেতার জন্য সেরা চেষ্টা করবে নাজমুল হোসেন শান্তর দল।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago