৪৬ রানে গুটিয়ে বিব্রতকর রেকর্ড গড়ল ভারত

কদিন আগেই বাংলাদেশকে গুঁড়িয়ে উড়ছিল ভারত৷ সেই ভারতকে মাত্র ৪৬ রানে গুটিয়ে দিল নিউজিল্যান্ড। এশিয়ার মাঠে সবচেয়ে কম রানে অলআউটের বিব্রতকর রেকর্ড গড়ল তারা।

বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিং বেছে রোহিত শর্মার দল টিকতে পারে মাত্র ৩১.২ ওভার।

এশিয়ার মাঠে কোন টেস্ট দলের এটাই সর্বনিম্ন দলীয় পুঁজি। এর আগে ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে টেস্টে ভারতের এটি তৃতীয় সর্বনিম্ন পুঁজি। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। সেটিই এখন পর্যন্ত সর্বনিম্ন। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হওয়া আছেন দ্বিতীয় অবস্থানে। 

ভারতের গোটা ইনিংসে দুই অঙ্কের রান করেছেন দুজন। সর্বোচ্চ ২০ রান করেন রিশভ পান্ত, যশভি জয়সওয়াল খেলেন ১৩ রান। বাকি সবার স্কোর ছিলো টেলিফোন ডিজিটের মতন। ভারতকে ধসিয়ে পেসার ম্যাট হেনরি ১৫ রানে পান ৫ উইকেট। ২২ রানে ৪ উইকেট নেন উইলিয়াম ও'রর্কি।

বৃষ্টি ভেজা মাঠে টস জিতে ব্যাটিং নেওয়ার চ্যালেঞ্জ যে এতটা কঠিন হবে তা হয়ত ভাবেননি রোহিত। ম্যাচের সপ্তম ওভারে টিম সাউদির বলে তার বোল্ড হওয়া দিয়েই বিপর্যয়ের শুরু। 

তিনে নামা বিরাট কোহলি ও শুবমান গিলের জায়গায় চারে নামা সরফরাজ খান কোন রানই করতে পারেননি। কোহলি ও'রর্কির বলে ও সফররাজ ফেরেন হেনরির শিকার হয়ে। জয়সওয়াল-পান্ত মিলে যোগ করেন ২১ রান। এরপর টানা উইকেট পড়তে থাকে। দুই অঙ্কে যাওয়া জয়সওয়ালকেও আউট করেন ও'রর্কি। পান্ত কাবু হন হেনরির বলে। 

চরম বিপর্যয়ে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনও হন ব্যর্থ। এই তিনজনের ব্যাট থেকেও আসেনি কোন রান। ফলে পঞ্চাশ রানের আগেই শেষ হয়ে যায় স্বাগতিক ইনিংস।  

 

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

At a roundtable organised by The Daily Star, exporters and an economist urge a swift rethink of trade strategy

11h ago