আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাতুরাসিংহে, চুক্তি বাতিল

Chandika Hathurusingha

৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই দিন আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে। অবশেষে তাকে পাকাপাকিভাবে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাতিল করা হয়েছে ২০২৪ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও।

বৃহস্পতিবার দুপুরে জরুরি এক জুম মিটিংয়ে হাতুরাসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করে বিসিবি। দেশে থাকা পরিচালকরা জুম মিটিংয়ে বসেছিলেন আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানান বিসিবি সভাপতি। বেশ কিছু বিষয়ে তার উপর অসন্তুষ্ট থাকায় হাথুরুকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও বলেন তিনি, 'আমরা আমাদের কোচকে (হাথুরুসিংহে) শোকজ নোটিশ দিয়েছি এবং সাময়িক বরখাস্ত করেছি।'

'(তার কর্মকাণ্ডে) এমন কিছু সমস্যা ছিল যা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে সহ্য করতে পারি না। হাথুরুসিংহকে ৪৮ ঘন্টার মধ্যে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এর পরে তার চুক্তি স্থগিত করা হবে,' যোগ করেন ফারুক।

তবে সময় বেধে দেওয়া হয় ৪৮ ঘণ্টার বেশ আগেই চিঠির জবাব দিয়েছিলেন হাথুরুসিংহে। কিন্তু চিঠির জবাব যাই আসুক না কেন তাকে চাকরীচ্যুত করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বিসিবি। হাথুরুসিংহেকে তার আইনজীবীর পরামর্শে চিঠির জবাব দিয়ে অপেক্ষা করছেন বিসিবির পরের পদক্ষেপের। বিসিবি তাকে চাকরীচ্যুত করলে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলবেন এই লঙ্কান।

বাংলাদেশ জাতীয় দলে দুই দফা কোচ ছিলেন হাথুরুসিংহে। প্রথম দফায় ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। তবে চুক্তির মাঝপথে চাকুরী থেকে অব্যাহতি দেন তিনি। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মূলত শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্য সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তবে খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি নিজ দেশে।

এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে আবার হাথুরুসিংহকে কোচের পদে ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের অধীনে থাকা তৎকালীন ক্রিকেট বোর্ড। তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়ে। অর্থাৎ সেই মেয়াদ ছিল আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এর আগেই বরখাস্ত করা হলো এই কোচকে।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago