হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

এক প্রান্তে দারুণ ব্যাটিং করে বড় পুঁজির আশা দেখাচ্ছিলেন বাবর হায়াত। কিন্তু পান সতীর্থদের সাহায্য। তবুও লড়াইয়ের পুঁজি পেয়ে যায় হংকং। তবে বাংলাদেশি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ রক্ষা হয়নি। দারুণ জয়ে ইমার্জিং এশিয়া কাপের আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর টার্ফে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে টাইগাররা।
লক্ষ্য তাড়ায় নেমে দেখে শুনেই শুরু করে বাংলাদেশ। দলীয় ৩২ রানে জিশান আলমের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। দ্রুত ফিরে যান সাইফ হাসানও। দলীয় ৫৫ রানে আউট হন সদ্যই ভারত সিরিজে বাংলাদেশ জাতীয় দলে খেলা পারভেজ হোসেন ইমন। ২৬ বলে ২৮ রান করেন তিনি।
এরপর জাতীয় দলের আরেক তারকা তাওহিদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। চতুর্থ উইকেটে ৫৪ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। ব্যক্তিগত ২৯ রানে তাওহিদ বিদায় নিলে শামিম হোসেনের সঙ্গে ২০ রানের জুটি গড়ে আউট হন আকবর।
অধিনায়কের বিদায়ের পর বাকি কাজ মাহফুজুর রহমান রাব্বিকে নিয়ে শেষ করেন শামিম। ১৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আকবর। ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি। হংকংয়ের পক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন এহসান খান।
এর আগে তো হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারায় হংকং। এরপর অধিনায়ক নিখিল খানের সঙ্গে দলের হাল ধরেন বাবর। গড়েন ৬৫ রানের জুটি। নিখিলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রাব্বি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন বাবর। ১৯তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৮৫ রানের ইনিংস। ৬১ বলের ইনিংসটি সাজাতে ৭টি ছক্কা ও ২টি চার মেরেছেন এই ব্যাটার। এছাড়া নিখিল করেন ২৫ রান। বাংলাদেশের পক্ষে ২৪ রানের খরচায় ৪টি উইকেট পান রিপন মণ্ডল।
Comments