‘হাঁফ ছেড়ে বাঁচার’ অনুভূতি হচ্ছে শানের

Shan Masud
সংবাদ সম্মেলনে কথা বলছেন শান মাসুদ

একের পর এক হারে বিধ্বস্ত হয়ে পড়েছিলো পাকিস্তানের ক্রিকেট। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারে তারা। এরপরই বাবর আজম, শাহীন আফ্রিদিদের বাদ দিয়ে দলে আনা হয় একাধিক বদল। নতুন বোলিং আক্রমণ নিয়ে নেমে পরের টেস্টেই ঘুরে দাঁড়ায় তারা। ইংল্যান্ডের বিপক্ষে জেতার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পাক অধিনায়ক শান মাসুদ।

মুলতানে প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছিল ইংল্যান্ড। পাকিস্তানের বোলিং গুঁড়িয়ে ৮২৩ রান তুলেছিল ইংলিশরা।

পরের টেস্টে স্পিন শক্তি বাড়িয়ে বাদ দেওয়া হয় শাহীনকে। রান খরায় থাকা তারকা ব্যাটার বাবর আজমও বাদ পড়েন। নতুন আদলে নেমে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজে ফিরেছে স্বাগতিক দল। দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন দুই স্পিনার  নোমান আলি ও সাজিদ খান। অথচ এই দুজন বেশ কিছুদিন ধরেই ছিলেন উপেক্ষিত।

দারুণ জয়ের পর অধিনায়ক শান জানালেন ক্রিকেটার ও সমর্থক সবার জন্য এটা স্বস্তির,  'এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ জয়। সাম্প্রতিক ফলগুলো গ্রহণযোগ্য ছিলো না। ক্রিকেটার কিংবা ভক্ত যাকেই জিজ্ঞেস করুন এটা হাঁফ ছেড়ে বাঁচার মতন।'

'সাম্প্রতিক ফলাফলে আমরা আক্রান্ত ছিলাম, চেয়েছিলাম ইতিবাচক ফল। যেটা এখানে এলো। এখন আমাদেরকে এটা ধরে রেখে এগুতে হবে। সব কিছু রাতারাতি বদলে যাবে না।'

এই টেস্টের আগে কয়েকটি টেস্ট হারের পেছনে ঝুঁকি নিয়ে খেলার প্রসঙ্গও টানেন শান,  'আমরা ফলাফল আনতে খেলেছি। এজন্য অনেক ম্যাচ হেরেছিও। আমরা এমন একটা দল হতে চাই যারা সবখানে ফল বের করতে পারে। এটা দীর্ঘ মেয়াদি একটা প্রক্রিয়া।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

31m ago