নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের আরও দুটি তেতো অভিজ্ঞতা

ছবি: এএফপি

মঞ্চ প্রস্তুতই ছিল নিউজিল্যান্ডের জন্য। ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পা হড়কাল না তারা। দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে পেল টেস্ট জয়ের মধুর স্বাদ। পাশাপাশি ভারতীয়দের আরও দুটি তেতো অভিজ্ঞতাও দিল কিউইরা।

রোববার বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড। ১০৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৮ উইকেট হাতে রেখে। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টম ল্যাথামের নেতৃত্বাধীন দল। এবারের আগে ১৯৮৮ সালে ভারতে সবশেষ টেস্ট জিতেছিল সফরকারীরা।

প্রথম ইনিংসে স্রেফ ৪৬ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করে দুর্দান্ত লড়াই। সরফরাজ খানের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রিশব পান্তের ফিফটিতে তোলে ৪৬২ রান। কিন্তু শেষমেশ তা যথেষ্ট হয়নি। ফলে অপ্রত্যাশিত এক অভিজ্ঞতা হয় ভারতের। কোনো ইনিংসে এত রান করে এর আগে নিজেদের মাঠে টেস্ট হারেনি তারা।

২০০৫ সালে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামেই প্রথম ইনিংসে ৪৪৯ রানের পুঁজি গড়ে হেরেছিল ভারত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৬৮ রানের ব্যবধানে। সেই নজিরকে ছাপিয়ে গেল এবারের ৪৬২ রান।

প্রথম দিনে খেলা হয়নি— ভারতের মাটিতে অনুষ্ঠিত এমন টেস্টে এই নিয়ে ফল এসেছে তৃতীয়বার। আগের দুবারই জিতেছিল স্বাগতিকরা। ১৯৭৬ সালে চেন্নাইতে নিউজিল্যান্ড ও ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা।

এবার অবশ্য ভারতকেই খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন খেলা হয়নি। টসও অনুষ্ঠিত হতে পারেনি। দ্বিতীয় দিনে দেড় সেশনের মধ্যে ভারতকে থামিয়ে ম্যাচসেরা রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি এবং ডেভন কনওয়ে ও টিম সাউদির হাফসেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশাল লিড নেয় নিউজিল্যান্ড। টেস্টের ভাগ্য তখনই অনেকখানি হেলে পড়ে কিউইদের দিকে।

সিরিজ জয়ের লক্ষ‍্য নিয়ে পুনেতে খেলতে নামবে নিউজিল্যান্ড। তিন ম‍্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামী বৃহস্পতিবার।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

9h ago