ইন্টারনেট বিড়ম্বনায় একটি রিভিউ নষ্ট হলো দক্ষিণ আফ্রিকার
ভিয়ান মুল্ডারের বলে লেগ সাইডে খেলতে গিয়ে পরাস্ত হলেন মুমিনুল হক, বল লাগল তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। দক্ষিণ আফ্রিকা রিভিউ নিলেও বল ট্র্যাকিং প্রযুক্তি ছাড়াই নট আউটের ঘোষণা দিলেন তৃতীয় আম্পায়ার। ওই সময় বল ট্র্যাকিং প্রযুক্তি না থাকার কারণ হিসেবে জানা গেল ইন্টারনেট বিড়ম্বনার কথা।
মুমিনুল পরে দ্রুত আউট হলে আক্ষেপ বাড়েনি প্রোটিয়াদের। মুল্ডারের বলেই কিপারের গ্লাভসে জমা পড়েন তিনি। তবে তিনটা রিভিউর একটা হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। অথচ সম্পূর্ণ কোন প্রযুক্তির ব্যবহার ছাড়াই এলো এমন সিদ্ধান্ত।
বল ট্র্যাকিং দেখা না গেলেও আল্ট্রা এজড প্রযুক্তি দেখা গেছে। সেখানে বল ও ব্যাটের মধ্যে ফাঁক ছিলো। অর্থাৎ বল পিচড ইন লাইন হলে এবং স্টাম্পে পুরোপুরি আঘাত করলে ওই সময়ই উইকেট পেতেন মুল্ডার। কিন্তু জানা গেল না বল ট্র্যাকিং প্রযুক্তিতে আসলে কি ছিলো।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল একজন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই তথ্য, 'ইন্টারনেট বিড়ম্বনায় আমাদের নিয়মিত গ্রাফিক্সও ডাউন হয়ে যায়। ইন্টারনেট আমাদের অধীনে না, বিসিবির অধীনে।'
বিসিবিতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা'র নেটকওয়ার্ক প্রকৌশলী রাকিব হোসেইন ১০ থেকে ১৫ মিনিটের মতন প্রযুক্তিগত সমস্যায় ইন্টারনেট বিকল ছিলো, 'আমাদের সার্ভারে সমস্যার কারণে ১০-১৫ মিনিট ইন্টারনেট বিচ্ছিন্ন ছিলো। পাওয়ার স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিলো।'
দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার লুসি ডেভ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এই ব্যাপারে তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
Comments