তাইজুলের ঘূর্ণিতে লড়ছে বাংলাদেশ
টস জিতে ব্যাটিং বেছে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়ার শঙ্কায় টাইগাররা। তবে জাদুকরী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা হলেও চাপে ফেলে দেন তাইজুল ইসলাম। একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দলটি। আলোকস্বল্পতায় দিনের খেলা ছয় বাকি থাকতেই শেষ হয়।
বল হাতে প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। হাসান মাহমুদ ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এরপর দলের হাল ধরেন ট্রিস্টিয়ান স্টাবস ও টনি ডে জর্জি। দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৪১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
সাবলীল গতিতে ছুটে চলা এ জুটি ভাঙেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পেতে স্লিপে ক্যাচ দেন স্টাবস। ২৭ বলে ২৩ করেন তিনি। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড বেডিংহ্যাম। সাদমানের হাতে একবার জীবন পেলেও মিস করেননি উইকেটরক্ষক লিটন দাস। তাইজুলের বড় টার্নে ব্যাটের কানায় লেগে ক্যাচে পরিণত হওয়ার আগে ১১ রান করে বেডিংহ্যাম।
এক প্রান্ত আগলে দারুণ ব্যাটিং করছিলেন ডি জর্জি। তবে দলীয় শতরান পূরণ হওয়ার এক রান আগে তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। তার দারুণ টার্নে ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের তালুবন্দী হন এই ব্যাটার। ৭২ বলে ৪টি চারের সাহায্যে ৩০ রান করেন এই ওপেনার।
একই ওভারে ম্য্যাথিউ ব্রিটজকিকেও তুলে নেন তাইজুল। তার অফস্টাম্পে রাখা বল টার্ন করে বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন ব্রিটজকি। কিন্তু বল সোজা গিয়ে ভাঙে তার স্টাম্প। ফলে খালি হাতে বিদায় নেন এই ব্যাটার। তার উইকেট নিয়ে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার। এর আগে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।
নিজের ফাইফারও খুব দ্রুতই পূরণ করেন তাইজুল। দলীয় ১০৮ রানে রায়ান রিকল্টনকে লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। পিচের ক্ষততে পরে কিছুটা স্কিড করেছিল বল। কাট করতে চেয়েছিলেন রিকল্টন। তবে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে। ৪৯ বলে ৪টি চারের সাহায্যে ২৭ রান করেন এই ব্যাটার।
এরপর কাইল ভেরেইনেকে নিয়ে দলের হাল ধরেন আট নম্বর ব্যাটার উইয়ান মুল্ডার। বল হাতে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও টাইগারদের অস্বস্তি বাড়ান। ভেরেইনের সঙ্গে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে প্রথম দিন শেষ করেছেন এ দুই ব্যাটার। ভেরেইনে ১৮ ও মুল্ডার ১৭ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশের পক্ষে ৪৯ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন তাইজুল। অপর উইকেটটি পান দলে থাকা একমাত্র পেসার হাসান মাহমুদ।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মাহমুদুল ছাড়া কোনো ব্যাটারই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি প্রোটিয়া বোলারদের বিপক্ষে। ৯৭ বলে ৩০ রান করা মাহমুদুলই দলের সর্বোচ্চ স্কোরার। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মুশফিকুর রহিম (১১), মেহেদী হাসান মিরাজ (১৩) ও তাইজুল (১৬)।
দক্ষিণ আফ্রিকার হয়ে সকালে দলীয় ২১ রানেই বাংলাদেশের তিন উইকেট তুলে নেন মুল্ডার। শেষ পর্যন্ত ২২ রানে ৩টি উইকেটই তার। এরপর কাগিসো রাবাদার তোপে পড়ে টাইগাররা। আর লেজ ছাঁটাই করেন কেশব মহারাজ। ২৬ রানের বিনিময়ে রাবাদার শিকারও ৩টি। ৩৪ রানের বিনিময়ে ৩টি পান মহারাজও।
Comments