ভেরেইনার চোখ ধাঁধানো সেঞ্চুরি, ২০২ রানের লিড দক্ষিণ আফ্রিকা

মঙ্গলবার বাংলাদেশের বোলারদের হতাশায় পুড়িয়ে চোখ ধাঁধানো সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাতে বিশাল লিড পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
Kyle Verreynne
ছবি : ফিরোজ আহমেদ

তাইজুল ইসলামের বল সুইপ করে প্রান্ত বদল করে দুহাত উঁচিয়ে ধরলেন কাইল ভেরেইনা। উদযাপনটা করলেন বুনো। অবশ্য সেটা মানালোও তাকে। মঙ্গলবার বাংলাদেশের বোলারদের হতাশায় পুড়িয়ে চোখ ধাঁধানো সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাতে বিশাল লিড পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ইনিংসে ২০২ রানের লিড পায় দলটি। এর আগে বাংলাদেশ মাত্র ১০৬ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল।

এদিন ১৩৪ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক স্পর্শ করেন কিপার ব্যাটার। ৮ চারে পাওয়া সেঞ্চুরিটি ছিলো নিখুঁত, কোন বোলারকে সুযোগ দেননি। তিনি। সকাল থেকে নেমে সুইপ, রিভার্স সুইপে বাংলাদেশের স্পিনারদের উপর চেপে বসেন এই ডানহাতি। সপ্তম উইকেটে ভিয়ান মুল্ডারের সঙ্গে গড়েন ১১৯ রানের জুটি।

সেঞ্চুরির পর দুটি দারুণ ছক্কা হাঁকান ভেরেইনে। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১১৪ রানের ইনিংস। ১৪৪ বলের ইনিংসটি শেষ পর্যন্ত ৮টি চার ও ২টি ছক্কায় সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। তবে এর আগে কাঙ্ক্ষিত লিড এনে দেন দলকে। 

এর আগে ৫৪ করে মুল্ডার ফিরে গেলে কেশব মহারাজকেও প্রথম বলে আউট করা গেছিল। কিন্তু এরপর ড্যান পিটের সঙ্গে ৬৬ রানের আরেক জুটি গড়েন ভেরেইনা। লাঞ্চ বিরতির পর এক ঘণ্টা এগোয় এই জুটি। বাংলাদেশে হতাশা বাড়ানো জুটি থামাতে পারেন পুরো দিনে বিবর্ণ থাকা মেহেদী হাসান মিরাজ। ৮৭ বলে ৩২ রান করে এলবিডব্লিউতে কাটা পড়েন এই ব্যাটার।

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

8m ago