চা বিরতির আগেই দুই উইকেট নেই বাংলাদেশের

প্রথম ইনিংসের বিবর্ণ ব্যাটিংয়ে প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে কমপক্ষে ২০২ রান করতে হবে তাদের। সেখানে দ্বিতীয় ইনিংসের শুরুতেও বিপর্যয়ে পড়েছে টাইগাররা। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির আগে ২ উইকেটে ১৯ রান তুলেছে বাংলাদেশ। এখনও ১৮৩ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই সাদমান ইসলামকে আউট করেন কাগিসো রাবাদা। তার লেন্থ বলে কিছুটা বাড়তি বাউন্স হয়েছিল। ডিফেন্স করতে গেলে ব্যাট-প্যাড হয়ে চলে যায় শর্ট লেগে দাঁড়ানো টনি ডি জর্জির হাতে। ৭ বলে ১ রান করেন সাদমান।
একই ওভারে মুমিনুল হককেও তুলে নেন রাবাদা। তার আরও একটি লেন্থ ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে গিয়েছিলেন এই ব্যাটার। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো উইয়ান মুল্ডারের হাতে। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল।
এরপর অধিনায়ক শান্তকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। অবিচ্ছিন্ন ১৫ রানের জুটি গড়ে বিরতিতে গিয়েছেন তারা। ২০ বলে ১১ রান নিয়ে ব্যাট করছেন জয়। শান্ত অপরাজিত আছেন ৫ রানে।
Comments